ধামাকাদার অফার! এবার FD করলেই পাবেন ৭.৯% সুদ, জনপ্রিয় এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই বাজিমাত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মধ্যবিত্ত মানুষের নিশ্চিত বিনিয়োগের একটি মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। সম্প্রতি একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৪৪৪ দিনের এই ফিক্সড ডিপোজিটটির নাম অমৃত বৃষ্টি। এই ফিক্সড ডিপজিটে বিনিয়োগ করলে বার্ষিক ৭.৭৫% পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে।

চলুন এবার ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) স্কিম সম্পর্কে জেনে নেওয়া যাক।

স্টেট ব্যাংকের পর এবার বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। এই স্কিমে ব্যাঙ্ক অফ বরোদা দিচ্ছে স্টেট ব্যাঙ্কের থেকেও বেশি সুদ। ব্যাঙ্ক অফ বরোদার নতুন এই ফিক্সড ডিপোজিটটির নাম মনসুন ধামাকা ডিপোজিট স্কিম। ৩৩৩ দিন এবং ৩৯৯ দিন এই দুটি মেয়াদে বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা।

আরোও পড়ুন : ওরেব্বাবা কী ভিড়! ২১ জুলাই কলকাতা মেট্রোতে শুধুই কালো মাথা! যাত্রী কত হয়েছিল জানেন ?

৩৩৩ দিনের মেয়াদের ফিক্সড ডিপজিটে সাধারণ গ্রাহকরা পেয়ে যাবেন ৭.১৫% সুদ ও ৩৯৯ দিনের মেয়াদের ফিক্সড ডিপজিটে ৭.২৫% সুদ পাবেন সাধারণ গ্রাহকরা। ৩ কোটি টাকার কম আমানতের ফিক্সড ডিপোজিটে এই সুবিধা মিলবে। ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) নতুন এই স্কিম ১৫ জুলাই থেকে শুরু করেছে। এই দুটি মেয়াদের ফিক্সড ডিপোজিটেই অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পাবেন প্রবীণ নাগরিকরা।

প্রবীণ নাগরিকরা (Senior Citizen) ৩৩৩ দিনের স্থায়ী আমানতে পাবেন ৭.৬৫ শতাংশ ও ৩৩৯ দিনের স্থায়ী আমানতে পাবেন ৭.৭৫ শতাংশ সুদ। তিন কোটি টাকার বেশি আমানত হলে তাকে বলা হয় নন-কলেবল ডিপোজিট। এক্ষেত্রে ১৫ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়া হবে। ৭.৯০ শতাংশ (৩৯৯ দিনের মেয়াদে) সুদ মিলবে ১ কোটি টাকার উপরের স্থায়ী আমানতে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X