একাধিক পদে নিয়োগ, বিপুল কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে এই ব্যাঙ্ক! মাসে মিলবে মোটা টাকার বেতন

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার কর্মী নিয়োগ (Recruitment) হতে চলেছে রাষ্ট্রয়ত্ত ব্যাংকে। ম্যানেজার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাংক অফ বরোদা (Bank of Baroda)। রিলেশনশিপ ম্যানেজার, MSME রিলেশনশিপ সিনিয়র ম্যানেজার, ATM/KIOSK বিজনেস ইউনিট ম্যানেজার সহ একাধিক পদে বিপুল পরিমাণ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাংকের তরফে। চুক্তি ভিক্তিতে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আরোও পড়ুন : প্রেম ভেঙেছে দুজনেরই, ‘ফুলকি’র সেটে নতুন গল্পের আভাস! পরস্পরেই আশ্রয় খুঁজছেন অভিষেক-শার্লি?

অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে ইচ্ছুক প্রার্থীদের। যারা আবেদন করতে চান তাদের ভিজিট করতে হবে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in-এ। সাধারণ বিভাগ, EWS এবং OBC ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য বাবদ দিতে হবে ৬০০ টাকা। ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে SC, ST, প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের। তারসাথে লাগবে জিএসটি এবং পেমেন্ট গেটওয়ে চার্জ।

কোন পদে কত নিয়োগ (Recruitment)-

ম্যানেজার-বিজনেস ফাইন্যান্স 1 জন, MSME রিলেশনশিপ ম্যানেজার ১২০ জন, MSME সম্পর্ক সিনিয়র ম্যানেজার ২০ জন, হেড এআই ১ জন, হেড মার্কেটিং অটোমেশন ১ জন, হেড মার্চেন্ট বিজনেস অ্যাক্যুয়ারিং ১ জন, প্রকল্প ব্যবস্থাপক প্রধান ১ জন, ডিজিটাল পার্টনারশিপ লিড-ফিনটেক ১ জন, জোনাল লিড ম্যানেজার-মার্চেন্ট অ্যাকুয়ারিং বিজনেস ১৩ জন,  এটিএম/কিওস্ক বিজনেস ইউনিট ম্যানেজার ১০ জন, ম্যানেজার এআই ইঞ্জিনিয়ার ১০ জন, মার্চেন্ট অ্যাকুইরিং অপারেশন টিম ১২ জন, নিউ এজ মোবাইল ব্যাংকিং অ্যাপ প্রোডাক্ট ম্যানেজার ১০ জন, UI/UX বিশেষজ্ঞ/ব্যবহারযোগ্যতা ৮ জন,ডিটেল লেন্ডিং জার্নি বিশেষজ্ঞ (খুচরা, MSME এবং কৃষি)।

Recruitment

CA/MBA/BE/B.Tech/PGDM ডিগ্রী হোল্ডাররা এই পদগুলিতে আবেদনের যোগ্য। সর্বনিন্ম ২২ বছর ও সর্বোচ্চ ৪৮ বছর বয়সীদের এই নিয়োগ (Recruitment) দেওয়া হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা পরিবর্তন হবে। আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর