ব্যাঙ্ক অফ বরোদা স্পেশাল “মনসুন ধামাকা স্কিম”! থাকছে দুর্দান্ত সব সুবিধা, মিস করলেই বিগ লস

বাংলাহান্ট ডেস্ক : ‘মনসুন ধামাকা’ নামে দুটি নতুন ডিপোজিট স্কিম চালু করল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। নতুন স্কিমের আওতায় ৩৩৩ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.১৫% বার্ষিক সুদ মিলবে। সিনিয়র সিটিজেনরা বার্ষিক ৭.৬৫% হারে সুদ পাবেন। এছাড়াও ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট করার জন্য সুদ মিলবে বার্ষিক ৭.২৫%। এক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা বার্ষিক ৭.৭৫% হারে সুদ পাবেন।

ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) নয়া চমক

ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) নতুন ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) রেট অনুসারে, ৭ দিন থেকে ১৪ দিনের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৪.২৫ শতাংশ বার্ষিক সুদ পাবেন সাধারণ জনগণ। অন্যদিকে, সিনিয়র সিটিজেনরা ৪.৭৫ শতাংশ। ১৫ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে বার্ষিক ৬ শতাংশ সুদ পাবেন সাধারণ জনগণ। সিনিয়র সিটিজেনরা ৬.৫০ শতাংশ সুদ পাবেন।

আরোও পড়ুন : অবিশ্বাস্য! মাসে ৩ হাজার টাকা বিনিয়োগ করলেই ৪.৫০ কোটি রিটার্ন! কিভাবে পাবেন? জানুন…

অন্যদিকে,৪৬ দিন থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে ৫.৫০ শতাংশ সুদ পাবেন সাধারণ জনগণ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৬ শতাংশ। ৯১ দিন থেকে ১৮০ দিনের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৫.৬০ শতাংশ সুদ পাবেন সাধারণ জনগণ এবং সিনিয়র সিটিজেনেরা পাবেন ৬.১০ শতাংশ। ১৮১ দিন থেকে ২১০ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ জনগণ ৫.৭৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা ৬.২৫ শতাংশ সুদ পাবেন।

আরোও পড়ুন : Gold : পুজোর আগেই বড় খবর! সোনার দাম বাড়ল নাকি কমল? দেখুন আজকের রূপোর দর কত

২১১ দিন থেকে ২৭০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সাধারণ জনগণ ৬.১৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা সুদ লাবেন ৬.৬৫ শতাংশ।২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ের মেয়াদে ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৬.২৫ শতাংশ সুদ পাবেন সাধারণ জনগণ এবং ৬.৭৫ শতাংশ পাবেন সিনিয়র সিটিজেনরা। ৩৩৩ দিনের (মনসুন ধামাকা ডিপোজিট স্কিম) (Monsoon Dhamaka Scheme) ক্ষেত্রে ৭.১৫ শতাংশ সুদ পাবেন সাধারণ জনগণ। 

সিনিয়র সিটিজেনরা (Senior Citizen) পাবেন ৭.৬৫ শতাংশ। ৩৬০ দিন (BOB ৩৬০) ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.১০ শতাংশ সুদ পাবেন সাধারণ জনগণ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬০ শতাংশ। ১ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে সাধারণ জনগণ সুদ পাবেন ৬.৮৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৩৫ শতাংশ।৩৯৯ দিনের (মনসুন ধামাকা ডিপোজিট স্কিম) ক্ষেত্রে সাধারণ জনগণ সুদ পাবেন ৭.২৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৭৫ শতাংশ।

১ বছর থেকে ৪০০ দিনের বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৬.৮৫ শতাংশ পাবেন সাধারণ জনগণ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৩৫ শতাংশ। ৪০০ দিনের বেশি এবং ২ বছর পর্যন্ত মেয়াদে ৬.৮৫ শতাংশ সুদ করেন সাধারণ জনগণ এবং ৭.৩৫ শতাংশ সুদ পাবেন সিনিয়র সিটিজেনরা। ২ বছরের উপরে এবং ৩ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে সাধারণ জনগণ পাবেন ৭.১৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬৫ শতাংশ সুদ।

৩ বছরের উপরে এবং ৫ বছর পর্যন্ত  ফিক্সড ডিপোজিট স্কিমে ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) ক্ষেত্রে সাধারণ জনগণ সুদ পাবেন ৬.৫০ শতাংশ এবং সিনিয়র সিটিজেনেরা পাবেন ৭.০০ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছরের বেশি  মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য সাধারণ জনগণ পাবেন ৬.৫০ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ সুদ। ১০ বছরের উপরে কোর্ট অর্ডার স্কিমের ক্ষেত্রে সাধারণ জনগণ পাবেন ৬.২৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ সুদ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর