ফের দুর্ভোগ! ধর্মঘটের জেরে পরপর ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সামনে এল দিনক্ষণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আগামী মাসে ব্যাঙ্ক (Bank) ধর্মঘটের ডাক ব্যাঙ্ক কর্মী সংগঠনের সম্মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের। ২৪ ও ২৫ মার্চ পরপর ২ দিন ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনের যৌথ মঞ্চ। প্রধানত দুটি দাবি নিয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফে।

ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) কারণ

৯টি ব্যাঙ্ক কর্মীদের সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (United Forum of Bank Union) আগামী মার্চ মাসের ২৪ ও ২৫ তারিখ গোটা দেশে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্ক কর্মীদের সংগঠনের যৌথ মঞ্চ মূলত ২ টি দাবি নিয়ে এই ধর্মঘটে সামিল হতে চলেছে।

আরোও পড়ুন : তিলোত্তমার জন্মদিনে পথে নামছে মা-বাবা! আজ কী কী কর্মসূচি রয়েছে তাঁদের?

সপ্তাহে ব্যাঙ্ক কর্মীদের পাঁচ দিন কাজ ও বিভিন্ন রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের শূন্য পদে অবিলম্বে কর্মী নিয়োগের দাবিতে ডাক দেওয়া হয়েছে হরতালের। অন্যদিকে, ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের পক্ষ থেকে ব্যাঙ্ক কর্মীদের পারফরম্যান্স রিভিউ এবং পারফরম্যান্স লিংকড ইনসেনটিভের নির্দেশিকা জারি করা হয়েছে সম্প্রতি। এই নির্দেশিকা প্রত্যাহারের দাবিও রয়েছে আন্দোলনকারীদের।

আরোও পড়ুন : মমতার নির্দেশের পরেই ‘অ্যাকশন’! ফিরহাদের এক ঘোষণায় শুরু শোরগোল

ব্যাঙ্ক কর্মী সংগঠনের নেতা সঞ্জয় দাস অভিযোগ করেন, “ব্যাঙ্ক কর্মচারীদের চাকরি নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে এই ধরনের নির্দেশিকার ফলে। তাই আমাদের দাবি অবিলম্বে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসকে ব্যাঙ্ক কর্মীদের পারফরম্যান্স রিভিউ এবং পারফরম্যান্স লিংকড ইনসেনটিভ সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করে নিতে হবে।”

Bank strike by United Forum of Bank Union

পাশাপাশি ব্যাঙ্ক কর্মী সংগঠনের নেতার দাবি, শনি ও রবিবার সম্পূর্ণ ছুটি হিসাবে বিবেচিত করতে হবে সরকারকে। ব্যাঙ্ক কর্মচারীদের সপ্তাহে পাঁচ দিন কাজ করার নিয়ম অবিলম্বে বলবৎ করার দাবি রয়েছে সংগঠনের। পাশাপাশি, প্রায় প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই রয়েছে অসংখ্য শূন্য পদ। সেই শূন্য পদ অবিলম্বে পূরণ করার দাবিও জানিয়েছে ৯টি ব্যাঙ্ক কর্মীদের সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X