সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! চলতি মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে চলতি বছরের ষষ্ঠ মাস। এদিকে, নতুন মাস শুরু হওয়ার সাথে সাথেই সামনে এসেছে চলতি মাসে ব্যাঙ্কের ছুটির (Bank Holidays) তালিকা। এমতাবস্থায়, আপনার যদি ব্যাঙ্কে কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে সেক্ষেত্রে এই ছুটির তালিকা অবশ্যই আপনার জেনে রাখা প্রয়োজন। মূলত, RBI (Reserve Bank Of India)-র তরফে এই তালিকা প্রকাশ করা হয়। যেটি অনুযায়ী জানা গিয়েছে যে, জুন মাসে বিভিন্ন কারণে মোট ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেশের বিভিন্ন প্রান্তজুড়ে ছুটি থাকবে ব্যাঙ্কগুলি। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক।

প্রথমেই জানিয়ে রাখি যে, জুন মাসের একদম শুরুতেই অর্থাৎ ২ জুন রবিবারের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিকে, আমরা যদি উৎসবের তালিকা দেখি সেক্ষেত্রে আগামী ১৫ জুন রাজ সংক্রান্তির কারণে আইজল এবং ভুবনেশ্বরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এর পাশাপাশি, আগামী ১৭ জুন বকরি ইদ/ইদ-উল-আজহা উপলক্ষ্যে সমগ্র দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে, জম্মু ও শ্রীনগরে বকরি ইদের ছুটি দুই দিন স্থায়ী হয়। এমন পরিস্থিতিতে, ১৮ জুনও সেখানে ব্যাঙ্কগুলিতে কোনো কাজ হবে না। এই ৩ টি ছুটি ছাড়াও মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও প্রত্যেক রবিবার ছুটির কারণে বাকি ৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

   

Bank will be closed for 10 days this month.

জুন মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা:
১. ২ জুন রবিবার- বন্ধ থাকবে ব্যাঙ্ক
২. ৮ জুন শনিবার- মাসের দ্বিতীয় শনিবার হওয়ার জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক
৩. ৯ জুন রবিবার- বন্ধ থাকবে ব্যাঙ্ক
৪. ১৫ জুন শনিবার- রাজ সংক্রান্তি উপলক্ষ্যে আইজল-ভুবনেশ্বরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৫. ১৬ জুন রবিবার- বন্ধ থাকবে ব্যাঙ্ক
৬. ১৭ জুন সোমবার- বকরি ইদ /ইদ-উল-আজহা উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৭. ১৮ জুন সোমবার- বকরি ইদ/ইদ-উল-আজহা উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৮. ২২ জুন শনিবার- মাসের চতুর্থ শনিবার হওয়ার জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক
৯. ২৩ জুন- রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক
১০. ৩০ জুন- রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক

আরও পড়ুন: একটা সময়ে ভারতে নেতাজির ছবি সহ ছাপা হত নোট! স্বীকৃতি দিয়েছিল এই দেশগুলি

চালু থাকবে এই বিকল্পগুলি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ছুটির দিনেও অনলাইন ব্যাঙ্কিং এবং ATM-এর মতো সুবিধাগুলি অব্যাহত থাকে। এমতাবস্থায়, আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ লেনদেন করতে হয়, তাহলে আপনি এই মাধ্যমগুলিকে কাজে লাগিয়ে আপনার কাজ সম্পন্ন করতে পারেন।

আরও পড়ুন: সত্যিই ৪০০ পার? তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী, এক্সিট পোলে হল “কনফার্ম”

শেয়ার বাজারও বন্ধ থাকবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, জুন মাসে ১১ দিন শেয়ার বাজারে কোনো ট্রেডিং হবে না। যেখানে শনি ও রবিবার মিলিয়ে ১০ দিন রয়েছে। শনি ও রবিবার শেয়ার বাজারে সাপ্তাহিক ছুটি থাকে। এদিকে, বকরি ইদের কারণে ১৭ জুন শেয়ার বাজারে ট্রেডিং বন্ধ থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর