ফেব্রুয়ারিতে ১১ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, বিপদে পড়ার আগে দেখে নিন সম্পূর্ণ তালিকা

বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কিং পরিষেবা এমনই একটি ক্ষেত্র যা সকলের কাছেই অত্যন্ত দরকারি। বেতন হোক কিংবা পেনশন প্রতি ক্ষেত্রেই মাসে মাসে ব্যাঙ্কে যেতে হয় চাকুরিজীবীদের। বর্তমানে আবার বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার ফলে নিয়মিত ব্যাঙ্কে ভিড় জমান সাধারণ মানুষরাও।

তবে, চলতি মাসে আগেভাগেই সেরে রাখুন ব্যাঙ্কের কাজ। কারণ শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই ১১ দিন বন্ধ থাকছে এই পরিষেবা। ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসের Bank Holiday-র তালিকা সামনে এসেছে। আর সেখান থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। তবে, এই ছুটিগুলির মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারগুলিও যুক্ত রয়েছে।

ছুটির তালিকাটি থেকে জানা গিয়েছে যে, দেশের বিভিন্ন প্রান্তে পৃথক পৃথক দিনে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা। যদিও, প্রায় প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মাসে কিছু অনুষ্ঠান গোটা দেশে পালিত হয়। ফলে, এই সময় দেশজুড়েই বন্ধ থাকে এই পরিষেবা। একনজরে দেখে নিন ফেব্রুয়ারি মাসের কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক:

১. ২ ফেব্রুয়ারি (বুধবার)- সোনাম লোচ্চার (এইদিন গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)
২. ৫ ফেব্রুয়ারি (শনিবার)- সরস্বতী পূজা/ শ্রী পঞ্চমী/ বসন্ত পঞ্চমী (এইদিন কলকাতা, আগরতলা এবং ভুবনেশ্বরে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)
৩. ৬ ফেব্রুয়ারি- রবিবার
৪. ১২ ফেব্রুয়ারি- মাসের দ্বিতীয় শনিবার
৫. ১৩ ফেব্রুয়ারি- রবিবার
৬. ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার)- মহম্মদ হজরত আলির জন্মতিথি/ লুই-নগাই-নি (এইদিন ইম্ফল, কানপুর এবং লখনউতে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)

SBI NEWS
৭. ১৬ ফেব্রুয়ারি (বুধবার)- গুরু বরিদাশ জয়ন্তী (এইদিন চণ্ডীগড়ে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)
৮. ১৯ ফেব্রুয়ারি (শনিবার)- ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী (এইদিন বেলাপুর, মুম্বই এবং নাগপুরে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)
৯. ২০ ফেব্রুয়ারি- রবিবার
১০. ২৬ ফেব্রুয়ারি- মাসের চতুর্থ শনিবার
১১. ২৭ ফেব্রুয়ারি- রবিবার
অর্থাৎ, এই ছুটির দিন গুলি বাদ দিয়েই সেরে রাখুন আপনার ব্যাঙ্কের কাজ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর