সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

   

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের সপ্তম মাস অর্থাৎ জুলাইতে পদার্পণ করেছি আমরা। এমতাবস্থায়, এই মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে সেই তথ্য এবার সামনে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্যাঙ্কিং পরিষেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা হিসেবে বিবেচিত হয়। যার পরিপ্রেক্ষিতে, ব্যাঙ্কিং কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ব্যাঙ্ক কবে কবে বন্ধ থাকছে তা অবশ্যই জেনে রাখা উচিত গ্রাহকদের।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, চলতি মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। মূলত, দেশের একাধিক রাজ্যে বিভিন্ন দিনে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। এমতাবস্থায়, RBI (Reserve Bank Of India)-র তরফে প্রকাশ করা হয়েছে জুলাই মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা। তাই, আপনার যদি এই মাসে ব্যাঙ্কে কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তাহলে অবশ্যই এই ছুটির তালিকাটি আপনাকে জেনে নিতে হবে।

Banks will be closed for 12 days in July.

এই তালিকা অনুযায়ী জুলাই মাসে ৩১ দিনের মধ্যে মোট ১২ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের পাশাপাশি রবিবারও যুক্ত রয়েছে। এছাড়াও স্থানীয় উৎসব ও মহরম উপলক্ষ্যে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে। উল্লেখ্য যে, জুন মাসে ১০ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ ছিল। এমতাবস্থায়, চলুন জেনে নিই জুলাই মাসে কোন কোন দিন কোথায় কোথায় বন্ধ থাকছে ব্যাঙ্ক।

আরও পড়ুন: চিনের দিন এবার শেষ! “Made In india” স্মার্টফোন ঘুম ওড়াল পড়শি দেশের, বিরাট নজির ভারতের

জুলাই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা:
১. ৩ জুলাই, ২০২৪ (বুধবার): Beh Dienkhlam উৎসবের কারণে মেঘালয়ে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।
২. ৬ জুলাই, ২০২৪ (শনিবার): MHIP দিবসের কারণে মিজোরামের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
৩. ৭ জুলাই, ২০২৪: রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৪. ৮ জুলাই, ২০২৪ (সোমবার): কং-রথযাত্রা উপলক্ষ্যে মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫. ৯ জুলাই, ২০২৪ (মঙ্গলবার): Drukpa Tshe-zi উপলক্ষ্যে সিকিমে ব্যাঙ্ক ছুটি থাকবে।
৬. ১৩ জুলাই, ২০২৪: মাসের দ্বিতীয় শনিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: কেউ জিতেছেন ভোট, কেউ হয়েছেন পুলিশকর্তা! ২০০৭-এর বিশ্বকাপ জয়ের নায়কেরা এখন কি করছেন?

৭. ১৪ জুলাই ২০২৪: রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৮. ১৬ জুলাই, ২০২৪ (মঙ্গলবার): হরেলা উপলক্ষ্যে উত্তরাখণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯. ১৭ জুলাই, ২০২৪ (বুধবার): মহরম/আশুরা/ U Tirot Sing Day উপলক্ষ্যে গুজরাট, গোয়া, ওড়িশা, চণ্ডীগড়, সিকিম, আসাম, মণিপুর, অরুণাচল, কেরালা এবং নাগাল্যান্ড ছাড়া সমগ্র দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১০. ২১ জুলাই, ২০২৪: রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১১. ২৭ জুলাই, ২০২৪: মাসের চতুর্থ শনিবারের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১২. ২৮ জুলাই ২০২৪: রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর