জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! বিপদে পড়ার আগে জেনে নিন ছুটির তালিকা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই জুন মাসের একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। আগামী শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে চলতি বছরের জুলাই মাস। এদিকে, আগামী মাসের শুরু হতে না হতেই প্রতিবারের মতো এবারেও সামনে এসেছে জুলাই মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) তরফে এই তালিকা প্রকাশ করা হয়।

এদিকে, RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে, জুলাই মাসে বিভিন্ন রাজ্যে ১৫ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এমন পরিস্থিতিতে ব্যাঙ্কিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যাঙ্কে যাওয়ার আগে সেটি খোলা আছে কি না তা জানার জন্য ওই তালিকাটিতে একবার চোখ রাখতে হবে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা জানিয়ে দিচ্ছি আগামী মাসে কবে এবং কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকছে।

জুলাই মাসে সাপ্তাহিক ছুটি:
১. ২ জুলাই: রবিবারের কারণে, সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২. ৮ জুলাই: মাসের দ্বিতীয় শনিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩. ৯ জুলাই: রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
৪. ১৬ জুলাই: রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫. ২২ জুলাই: মাসের চতুর্থ শনিবারের কারণে, ওইদিন সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬. ২৩ জুলাই: রবিবারের কারণে দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
৭. ৩০ জুলাই: রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

এদিকে, এর বাইরেও রাজ্যস্তরে এবং আঞ্চলিক ক্ষেত্রে বেশ কয়েকদিন বিভিন্ন জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। মূলত, বিভিন্ন রাজ্যে একাধিক উৎসব এবং বিশেষ অনুষ্ঠানের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। তো, চলুন জেনে নেই সেই সম্পর্কে….

জুলাই মাসে এই দিনগুলি ব্যাঙ্ক বন্ধ থাকছে:
৮. ৫ জুলাই (বুধবার): গুরু হরগোবিন্দ জি’র জন্মবার্ষিকী উপলক্ষ্যে জম্মুর শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯. ৬ জুলাই (বৃহস্পতিবার): MHIP Day উপলক্ষ্যে মিজোরামের রাজধানী আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১০. ১১ জুলাই (মঙ্গলবার): আগরতলায় কের পুজো উপলক্ষ্যে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
১১. ১৩ জুলাই (বৃহস্পতিবার): ভানু জয়ন্তী উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১২. ১৭ জুলাই (সোমবার): শিলং-এ U Tirot Sing Day উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩. ২১ জুলাই (শুক্রবার): Drukpa Tshe-zi-র কারণে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৪. ২৮ জুলাই (শুক্রবার): আশুরার কারণে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫. ২৯ জুলাই (শনিবার): মহরম (তাজিয়া) উপলক্ষ্যে নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরু, ভোপাল, লখনউ, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, রায়পুর, জয়পুর, কানপুর, নাগপুর, বেলাপুর, আইজল, সিমলা, পাটনা, আগরতলা এবং রাঁচিতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।

bank holiday

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই নির্দিষ্ট দিনগুলিতে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকলেও আপনি অনলাইন ব্যাঙ্কিং এবং ATM-এর মাধ্যমে আর্থিক লেনদেন বা অন্যান্য কাজ করতে পারেন। অর্থাৎ ব্যাঙ্কের ছুটির কারণে এই কাজগুলিতে কোনো প্রভাব পড়বে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর