বাংলা হান্ট ডেস্ক: অক্টোবর শুরু হতে না হতেই দুর্গাপুজো। ইতিমধ্যেই উৎসবে মেতেছে কলকাতাবাসী। উৎসবপ্রিয় বাঙালির অনেকে আবার পুজোর শপিংও শুরু করে দিয়েছেন। কিন্তু এসবের মাঝখানে তীরের বেগে এল দুঃসংবাদ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরের শেষে বন্ধ থাকবে টানা চারদিন।
কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ৪টি ব্যাঙ্ক অফিসার্স সংগঠন ২৬ এবং ২৭ সেপ্টেম্বর এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। আবার অন্যদিকে ২৮ এবং ২৯ সেপ্টেম্বর মাসের শেষ শনিবার এবং রবিবার হওয়ায় প্রতি মাসের মতো এ মাসেও ওই দু দিন বন্ধ থাকবে ব্যাংক। এর ফলে একটানা চার দিন কোনরকম ব্যাঙ্কিং পরিষেবা পাবে না সাধারণ মানুষ।
এছাড়াও জানা গেছে, এটিএম পরিষেবাও ব্যাহত থাকবে ওই চারদিন। এদিকে তার কয়েকদিন বাদেই দুর্গাপূজো, আর তার আগের সপ্তাহে এভাবে চার দিন ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রচন্ড অসুবিধার মধ্যে পড়বে সাধারন মানুষ।
এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, ‘গত ৩০ আগস্ট মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী যেভাবে ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তের ঘোষণা করেছিলেন, তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হবে।’