অভিষেকের নবজোয়ারে ভেসে গেল কলেজের পরীক্ষা! পুলিশ থাকার জায়গা করতে গিয়ে বাতিল এক্সাম

বাংলা হান্ট ডেস্কঃ সিবিআই জেরা সেরে ফের নবজোয়ার কর্মসূচিতে মেতে উঠেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ফের বাঁকুড়ায় (Bankura) সভা অভিষেকের (Abhishek Banerjee)। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো তিনি, তার নিরাপত্তার জন্য নিয়ে আসা হয়েছে বহু হবু পুলিশ কর্মী। আর সেই পুলিশের থাকার জায়গা করা হয়েছে কলেজে। যার জেরে আর কোনও উপায় না পেয়ে সোম ও মঙ্গলবার পূর্ব নির্ধারিত সমস্ত পরীক্ষা বাতিলই করে দিল বিষ্ণুপুর রামানন্দ কলেজ কর্তৃপক্ষ।

এই নিয়ে কলেজের প্যাডে প্রিন্সিপাল স্বপ্না ঘোড়ইয়ের স্বাক্ষর করা তারিখবিহীন এক বিজ্ঞপ্তি সামনে এসেছে। যাতে বলা হয়েছে, ‘সেকেন্ড সেমেস্টার ও ফোর্থ সেমেস্টারের ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে কলেজ ক্যাম্পাসে পুলিশ ফোর্স থাকার জন্য ২২ ও ২৩ মে’র নির্ধারিত ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হল। ”

নির্ধারিত দিন গুলির পরীক্ষা ২৪ মে থেকে রুটিন অনুযায়ী আবার শুরু হবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। এই বিষয়ে পরে প্রিন্সিপাল স্বপ্না ঘোড়ই বলেন, কলেজে পুলিশ থাকার কারণেই পরীক্ষা বন্ধ করা হয়েছে। তার কথায়, “আইসির কাছ থেকে চিঠি পেয়েই ওই পরীক্ষা গুলি বন্ধের নির্দেশ দিয়েছি। আলোচনা করে আবার পরবর্তী পরীক্ষার সূচি জানানো হবে।”

শুধুমাত্র অভিষেককে নিরাপত্তা দেওয়ার পুলিশেরা থাকবেন বলে পূর্ব নির্ধারিত পরীক্ষা বাতিল করার খবর প্রকাশ্যে আসতেই জোর চৰ্চা শুরু হয়েছে সর্বত্র। শুরু রাজনৈতিক তরজাও। এই বিষয়ে ক্ষোভ উগরে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস।

notice

কলেজের পরীক্ষা বাতিল করা নিয়ে তিনি বলেন, “স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি চলছে, সেখানে পুলিশ কর্মীদের রাখা যেত না? রামানন্দ কলেজের এই ঘটনা আরও একবার প্রমাণ করল শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা চলছে।” প্রসঙ্গত এর আগে ফেব্রুয়ারী মাসে মুখ্যমন্ত্রীর জেলা সফরের সময় ‘আন্ডার গ্র্যাজুয়েট’ ও ‘পোস্ট গ্র্যাজুয়েট’ প্রথম বর্ষের পরীক্ষার দিন পিছিয়ে দিয়েছিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই নিয়েও চৰ্চা কম হয়নি। আর এবার অভিষেকের নবজোয়ারে ভেসে গেল কলেজের পরীক্ষা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর