খারাপ ফলের জের,সরানো হলো বাঁকুড়া তৃণমূলের সভাপতি অরূপ খাঁ কে

বাঁকুড়া: নির্বাচনে খারাপ ফলের জের, সরানো হলো বাঁকুড়া জেলার তৃণমূলের সভাপতি অরূপ খাঁ কে।

 

বাঁকুড়া জেলাকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে বিষ্ণুপুর ও বাঁকুড়া।

7bb96 788578 tmcbjp

বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এর সভাপতি শুভাশীষ বটব‍্যল, ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এর সভাপতি শ‍্যামল সাঁতরা।

সম্পর্কিত খবর