বাঁকুড়ার কাঁচামাটির রাস্তা থেকে দিল্লির রাজপথ!২৬’র প্যারেডে হাঁটবেন এই বঙ্গকন্যা, কেমন ছিল জার্নিটা?

বাংলাহান্ট ডেস্ক : রিয়া বর্ধন, বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড় যামিনী রায় কলেজের ছাত্রী। দিল্লির সাধারণতন্ত্র দিবসে (Republic Day) প্যারেডে এবার অংশগ্রহণ করবেন তিনি। ইতিপূর্বে ২০১৬ সালে হারাধন কর্মকার ২০১৭ সালে মৃত্তিকা দাস অংশগ্রহণ করেছিলেন সাধারণতন্ত্র দিবসের (Republic Day) প্যারেডে (Parade)। এবার পালা রিয়া বর্ধনের।

সাধারণতন্ত্র দিবসে (Republic Day) রিয়ার লক্ষ্য

বেলিয়াতোড় যামিনী রায় কলেজের স্নাতক স্তরের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিয়া ছাঁদার গ্রামের বাসিন্দা। সে দিল্লির পথে পাড়ি দেবে আগামী ৩০ ডিসেম্বর। কলেজ মাঠেই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রিয়া বর্ধন। তবে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে দিল্লির কর্তব্য পথ পর্যন্ত এই যাত্রাটা কিন্তু মোটেও সহজ ছিল না একেবারে নিম্নবিত্ত পরিবারের কন্যা রিয়ার।

Republic Day

মাটির জরাজীর্ণ বাড়িতে বসবাস তাঁদের বাবা অভিজিৎ বর্ধন অন্যের গাড়ি চালিয়ে সংসার চালান এবং মান্তু বর্ধন গৃহবধূ। অর্থাভাবের কারণে উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনা না করে বেসরকারি সংস্থায়ী কাজ করতে যেতে বাধ্য হন রিয়ার দাদা আকাশ বর্ধন। তবে সমস্ত প্রতিবন্ধকতাকে তুরি মেরে উড়িয়ে দিয়ে সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির কর্তব্যপথে মেয়ের প্যারেডে অংশগ্রহণের কারণে খুশি পরিবার থেকে শুরু করে গ্রামের মানুষজন।

আরোও পড়ুন : RG Kar-কাণ্ডের প্রতিবাদে বড় সিদ্ধান্ত গুগলের! মুখ্যমন্ত্রীকে চিঠি ডাক্তারদের 

এনএসএস বিভাগ থেকে আগামী ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিনে দিল্লির (Delhi) কেন্দ্রীয় প্যারেডে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন রিয়া বর্ধন। এই বিষয়টি কলেজের কাছেও খুবই গর্বের। মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করা গর্বিত রিয়ার মা মান্তু বর্ধনও চোখে জল নিয়ে বলেন, মেয়ে যাতে আরো এগিয়ে যায়, এটাই চান তিনি।

republic day

রিয়ার প্রশিক্ষক তথা যামিনী রায় কলেজের অশিক্ষক কর্মী হারাধন কর্মকার জানান, “২০১৬ সালে আমাদের কলেজের এন.এস.এস বিভাগ থেকে প্যারেডে অংশ নিয়েছিলাম। এবার রিয়াও সেই সুযোগ পেয়েছে, ভালো লাগছে।” রিয়ার এহেন সাফল্যে আপ্লুত খুশী যামিনী রায় কলেজের এন.এস.এস বিভাগের প্রকল্প আধিকারিক রামকৃষ্ণ মুখোপাধ্যায়। কলেজের কর্মী প্রশিক্ষক হারাধন কর্মকারের বিশেষ ভূমিকা স্বীকার করে নিয়েছেন তিনি।

আরোও পড়ুন : অপ্রতিরোধ্য মাস্ক এবার কিনতে চান “Wikipedia”, কারণ সামনে আসতেই হইচই শুরু বিশ্বজুড়ে

রিয়া শুধু কলেজ নয়, জেলার গর্ব বলে উল্লেখ করেন রামকৃষ্ণ মুখোপাধ্যায়। এন.এস.এস স্বেচ্ছাসেবক রিয়া বর্ধন জানান, প্রথম প্রথম অনেকেই তাঁদের ঝাড়ুদার বলে কটাক্ষ করত। সেই কটাক্ষের জবাব দিতে পেরে আপ্লুত তিনি। তাঁর এই সাফল্যের পিছনে পরিবারের সমর্থণ সহ মাসি, মাসতুতো দিদি আর ‘দাদা’ হারাধন কর্মকারের যে অবদান রয়েছে, তা স্বীকার করেছেন রিয়া।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর