বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। এই দুর্নীতি কাণ্ডের তদন্তে সম্প্রতি সিবিআই জানায়, প্রভাবশালীদের সুপারিশে বাংলায় তিনশোর বেশি প্রাথমিক শিক্ষকের চাকরি হয়েছে। সেই ‘প্রভাবশালী’দের তালিকায় নাম রয়েছে তৃণমূল (Trinamool Congress), বিজেপি দুই শিবিরেরই একাধিক হেভিওয়েটের। এবার এই নিয়েই পোস্টার দিল সিপিএম। ইতিমধ্যেই তা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য!
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি সিবিআইয়ের হাতে আসা তালিকা প্রকাশ্যে এসেছে। সেখানে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বর্তমান চেয়ারম্যান শ্যামল সাঁতরার। তাঁর সুপারিশে মোট ২২ জনের চাকরি হয়েছে বলে জানা যাচ্ছে। এবার এই নিয়েই পোস্টার দিল সিপিএম।
ইতিমধ্যেই সিবিআইয়ের (CBI) হাতে আসে তালিকা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই তালিকা তুলে ধরেই বাঁকুড়ার রানিবাঁধে পোস্টার দিয়েছে সিপিএম। সেখানে লেখা রয়েছে, দুর্নীতিতে বাঁকুড়া জেলা এগিয়ে রয়েছে। অবিলম্বে সম্পূর্ণ ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত সাজা দেওয়ার দাবিও জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ‘দুর্গা, কালী, লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার’! সাসপেন্ড হতেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী
জানা যাচ্ছে, কোন নেতার সুপারিশে কতজন প্রার্থীর চাকরি হয়েছে, সেই তথ্য তুলে ধরে রানিবাঁধের নানান স্থানে পোস্টার দেওয়া হয়েছে। সিপিএম নেতাদের দাবি, লক্ষ লক্ষ টাকার পরিবর্তে যেভাবে চাকরি বিক্রি হয়েছে, তাতে অসংখ্য শিক্ষিত যোগ্য চাকরিপ্রার্থীরা বঞ্চিত হয়েছেন। সেই কারণে অবিলম্বে তদন্ত শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা উচিত।
অন্যদিকে সিপিএমের তরফ থেকে এই পোস্টার দেওয়া হতেই পাল্টা সরব হয়েছে তৃণমূল। শাসকদলের দাবি, সিপিএম ক্ষমতায় থাকাকালীন চুরি হয়েছে (Recruitment Scam)। সেই কারণে তারা তৃণমূলকে চোর চোর বললেও কিছু যায় আসে না। তৃণমূল হল সততার প্রতীক। এরপরেও অভিযোগ উঠলে আদালত নিশ্চিতভাবে তার বিচার করবে।