বাংলাহান্ট ডেস্ক : অবসান ঘটতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। পুজোর আগেই বর্ধমানের কর্ডলাইনের সাথে যুক্ত হয়ে যেতে চলেছে বাঁকুড়া-মশাগ্রাম রেললাইন (Railway Track)। পুরুলিয়া ও বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষদের জন্য পুজোর আগেই সুখবর আনতে চলেছে রেল।
সূচনা হচ্ছে নতুন রেললাইনের (Railway Track)
বাঁকুড়া-মশাগ্রাম রেলপথ বর্ধমান কর্ডলাইনের সাথে সংযুক্ত হলে আরো দ্রুত পৌঁছে যাওয়া যাবে হাওড়া। সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, হয়ত চলতি মাসেই চালু হয়ে যাবে নতুন রেলপথ (Railway Track)। মশাগ্রাম বাঁকুড়া রেললাইন সংযুক্তিকরণের কাজ পরিদর্শন করতে মঙ্গলবার আসেন সাংসদ সৌমিত্র খাঁ।
সেখানে তিনি জানান, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়ত ২০ তারিখের মধ্যেই উদ্বোধন হতে পারে মশাগ্রাম বাঁকুড়া রেললাইন (Railway Track)। এই রেলপথের দাবি দীর্ঘদিন ছিল। বারবার কথা বলা হয়েছে প্রধানমন্ত্রীর সাথেও। প্রায় শেষের পথে এই সংযুক্তিকরণের কাজ। ন্যারোগেজ থেকে ব্রডগেজে লাইন উন্নতিকরণের কাজ ১৯৯৫ সালে শুরু হয়।
আরোও পড়ুন : ঘোর বিপাকে বিনীত গোয়েল! হতে পারে ২ বছরের জেল! সোমবারই চূড়ান্ত ফয়সলা কলকাতা হাইকোর্টে?
এই কাজ ২০০৫ সাল নাগাদ শেষ করে রেল। চলতি বছরই ট্রেন চলাচল শুরু হয় সোনামুখী পর্যন্ত। তারপর ধাপে ধাপে মশাগ্রাম পর্যন্ত পাতা হয় রেললাইন। এতদিন বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে হাওড়া যেতে রেল যাত্রীদের পাড়ি দিতে হত ২৩১ কিলোমিটার পথ। রেল যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম রেললাইন সংযুক্তিকরণের।
তবে নতুন লাইন চালু হলে রেল যাত্রীদের বাঁকুড়া থেকে মাত্র ১৮৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। নতুন রেলপথের (Railway Track) ফলে ব্যাপকভাবে উপকার হবে বাঁকুড়া-পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকার মানুষদের। রেল সূত্রে খবর, লোকালের পাশাপাশি দূরপাল্লার বেশ কিছু ট্রেন চালানো হতে পারে এই পথ দিয়ে।