মহাশ্বেতা দেবীর কাছ থেকে পেয়েছিলেন চিঠি! পেশায় রাজমিস্ত্রি আব্দুল সামাদের লেখা কবিতা করবে মুগ্ধ

বাংলা হান্ট ডেস্ক: যে হাত ইট, বালি, সিমেন্ট দিয়ে ঘর গাঁথে। সেই হাতই আবার রাতের পর রাত পাতার পর পাতা কবিতা লেখে। বড় ডিগ্রি কিংবা বড় জায়গায় পড়াশুনা করলেই মানুষ বড় কিছু করতে পারে। এটা ভুল কথা! আমাদের মধ্যে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। যা সকলের এই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে। আর এবার তার অন্যতম উদাহরণ হলো আব্দুল সামাদ। পেশায় একজন রাজমিস্ত্রি। এই রাজমিস্ত্রি হয়ে উঠেছেন একজন বড় কবি (Poet)।

পেশায় রাজমিস্ত্রি হলেও দুর্দান্ত কবি (Poet) আব্দুল:

সারাদিন কেটে যায় ছেনি, হাতুড়ি নিয়ে। দিনরাত কাজ করে, একটু পরিশ্রমের পর নিজের এক কামরার খুপড়ি ঘরে ফেরেন। যদিও সেই খুপড়ি ঘর ভাড়া করা। সেখানেই একটি রেডিও চালিয়ে কবি (Poet) কাজী নজরুল ইসলামকে পাথেয় করে লেখেন পাতার পর পাতা কবিতা। বিষয়টি শুনতে অবাক লাগছে নিশ্চয়ই! একজন রাজমিস্ত্রি সে আবার কি করে কবিতা লিখছেন? তবে এতে অবাক হওয়ার কিছু নেই।

এখনো পর্যন্ত কত কবিতা লিখেছেন: জানা গিয়েছে, আবু সামাদ এখনো পর্যন্ত লিখেছেন ৩০০-র বেশি কবিতা। তাঁর লেখা পাঁচটি কবিতার বই রয়েছে। শুধু তাই নয়, রয়েছে নিজস্ব পত্রিকাও। স্কুলের গণ্ডি অতিক্রম না করলেও আব্দুল সামাদ অর্জন করেছেন প্রচুর সম্মান। কবিতার জগতে রয়েছে বিপুল জনপ্রিয়তা। তাঁর কবিতার প্রতি পাগল পাঠকরা।

Bankura mason compose poem poet.

জানা গিয়েছে, সামাদ মুর্শিদাবাদের বাসিন্দা। কর্মসূত্রে বাঁকুড়া আসা। আর এখানে এসেই থেকে যাওয়া। যদিও আব্দুলের কবিতা লেখা শুরু সেই স্কুল জীবন থেকে। আর সেটা এখনো থেকে গিয়েছে। সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে সকলে যেখানে বিনোদনের মাধ্যমে আনন্দ খোঁজার চেষ্টা করেন। সেখানে আব্দুল সামাদ সকলের থেকে আলাদা। এত পরিশ্রম করে আসার পর তিনি কবিতার মাধ্যমে আনন্দের রসদ খুঁজে পান।

আরও পড়ুন: ফের হবে চার-ছয়ের বন্যা! এবার এই লিগে খেলতে নামবেন সচিন, সামনে এল বড় আপডেট

ওই ঘুপচি ঘরেই বসে যান খাতা কলম নিয়ে। মনে যা আসে তাই ফুটিয়ে তোলেন কলমের দক্ষতায়। তাঁর মধ্যে রয়েছে যেন এক আলাদাই ক্ষমতা। সকালে এমন হাড়ভাঙা খাটুনি, আর রাতে এমন কবিতা লেখা কজন করতে পারেন। শুনলে অবাক হবেন এই রাজমিস্ত্রিকেই স্নেহ করে চিঠি পর্যন্ত লিখেছিলেন মহাশ্বেতা দেবী। আজ তাঁর কবিতার জনপ্রিয়তা শুধু দেশেই নয় ছাড়িয়েছে বিদেশেও। বাংলাদেশ থেকে জার্মানি পৌঁছেছে সুদূর।

আরও পড়ুন: মুকেশ আম্বানি দিচ্ছেন দীপাবলির উপহার! মাত্র ১৩ হাজার টাকায় মিলছে iPhone 16

আব্দুল সামাদ জানিয়েছেন, কবি কাজী নজরুল ইসলামের অনুপ্রেরণায় তাঁর কবিতা লেখা শুরু। আর এই কবিতা লেখা যে কবে ভালোলাগায় পরিণত হয়ে গেছে সেটা তিনি নিজেও জানেন না। পেটের দায়ে ঘর ছেড়ে অন্যত্র এসে থাকলেও নিজের ভালো লাগাকে বিসর্জন দিতে পারেননি। আজকাল অনেকে চাকরির দোহাই দিয়ে নিজেদের গুণ, ভালোলাগা সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন। এদিকে কবি (Poet) আব্দুল সামাদ দেখিয়ে দিলেন পেশার সাথে নিজের প্যাশানকে কিভাবে ধরে রাখা যায়।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর