বাঁকুড়ার নতুন জেলাশাসক হিসাবে যোগ দিলেন মুক্তা আর্য

 

ইন্দ্রানী সেন,বাঁকুড়া: নতুন জেলাশাসক হিসেবে বাঁকুড়ায় যোগ দিলেন মুক্তা আর্য। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন তিনি তাঁর দায়িত্বভার বুঝে নেন। রবিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ শেষে ঐ দিন সন্ধ্যায় বাঁকুড়া জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এসকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ডাঃ উমাশঙ্কর এসের স্থলাভিষিক্ত হলেন খাদ্য দপ্তরের যুগ্ম সচিবের দায়িত্বে থাকা মুক্তা আর্য।

 

এদিন বাঁকুড়া জেলাশাসক হিসেবে কাজে যোগ দেওয়ার পরই মুক্তা আর্য শহরের খ্রীশ্চান কলেজে স্ট্রং রুম পরিদর্শণে যান ও তাঁর উপস্থিতিতে স্ট্রং রুমের দরজা সিল করা হয়। একই সঙ্গে এদিন নতুন জেলাশাসক মুক্তা আর্য জেলায় সপ্তদশ লোকসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও রাজনৈতিক দল গুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। জেলাশাসকের সঙ্গে এদিনের বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অরুপ খাঁ, বিধায়ক সমীর চক্রবর্ত্তী, সিপিএমের অমিয় পাত্র, বিজেপির ডাঃ সুভাষ সরকার প্রমুখ।

f1451 img 20190513 wa0026

এদিন বৈঠক থেকে বেরিয়ে নতুন জেলাশাসক মুক্তা আর্য সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি। অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি অরুপ খাঁ বেঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে দু’আঙ্গুল তুলে ‘ভি’ দেখিয়ে বলেন, আমরাই জিতছি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার ‘জেলাশাসকের অপসারণ’ প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজী হননি। পুলিশি নিরাপত্তা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ” মানুষ যতটা নিরাপত্তা চেয়ে ছিল ততটা হয়নি।” অন্যদিকে সিপিএম প্রার্থী অমিয় পাত্র বাঁকুড়ার এসপি ও সদ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সরিয়ে দেওয়া বাঁকুড়ার প্রাক্তন ডিএম এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । একাধিক বার বিভিন্ন ধরনের কাজে জেলার দুই আধিকারিকদের কাছ থেকে অসহযোগিতা পেয়েছেন বলেও অমিয় পাত্র এদিন দাবী করেন।

সম্পর্কিত খবর