আবাস যোজনার সমীক্ষকদলের সঙ্গে তৃনমূল নেতাদের দেখতে পেলেই বেঁধে রাখুন’, নিদান BJP বিধায়কের

বাংলাহান্ট ডেস্ক : আবারও বিস্ফোরক মন্তব্য বাঁকুড়ার (Bankura) ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক (BJP MLA) অমরনাথ শাখার।তৃণমূল নেতাদের (TMC Leaders) গাছে বেঁধে রাখার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তিনি। আবাস যোজনার সমীক্ষকদের পিছনে তৃণমূল নেতাদের ঘোরাফেরা করতে দেখলেই তাঁদের বেঁধে রাখার আদেশ দিলেন অমরনাথ। আর তা নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। অমরনাথের ওই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। বিধায়কের ওই বক্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের বাঁকুড়া জেলা নেতৃত্ব।

শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দা ব্লকের দলদলি গ্রামে দলের কর্মী সমর্থকদের নিয়ে একটি দলীয় বৈঠক করেন অমরনাথ। সেই বৈঠকে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, ‘আইসিডিএস কর্মী এবং সরকারি কর্মীরা যেখানে সমীক্ষা করছেন সেখানে তৃণমূল নেতাদের ঘোরাফেরা করতে দেখলে দড়ি দিয়ে তাঁদের গাছে বেঁধে রাখবেন। রাজ্যবাসীর কাছে আমার অনুরোধ। যদি আপনারা তাঁদের গাছে বেঁধে রাখেন তা হলে দেখবেন প্রকৃত প্রাপকরা ওই যোজনায় বাড়ি পাচ্ছেন। আর যাঁরা প্রাপক নন তাঁরা বাড়ি পাবেন না।’ এরই সঙ্গে উপস্থিত দলীয় কর্মীদের অমরনাথ নির্দেশ দেন, ‘‘আপনারা গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি ঘুরে দেখুন। চাকরি এবং বাড়ি থাকা সত্বেও কে কে বাড়ি পাচ্ছেন, তাঁদের তালিকা তৈরি করে আমাদের হাতে দিন। তার পর যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।’

   

অমরনাথের এই বক্তব্যের সমালোচনা করেছে তৃণমূল শিবির। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, ‘পাগলের প্রলাপ বকছেন ওই বিধায়ক। তিনি এই বিষয়ে কিছু জানেন না বলেই এমন কথা বলছেন। তৃণমূল চায় গরিব মানুষ যেন আবাস যোজনায় বাড়ি পান। সে জন্যই রাজ্য জুড়ে সমীক্ষা শুরু হয়েছে।’

গত মাসে পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সোচ্চার হয়েছিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে এই দাবি আদায় করবেন বলেও হুঁশিয়ারি দিন তিনি। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সেখানে ভাল ফল বিজেপি করলেই এই পথে হাঁটবেন তিনি বলে জানিয়েছেন। আর তার পরই আজকের এই মন্তব্যে ফের সংবাদপর শিরোনামে অমরনাথ শাখা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর