পরিবেশ রক্ষার বার্তা নিয়ে একগুচ্ছ কর্মসূচি পালন বাঁকুড়ার স্কুলে

 

ইন্দ্রানী সেন, বাঁকুড়া: অরন্য সপ্তাহ উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালন করল বাঁকুড়ার ইন্দাসের আকুই ছোট গোবিন্দপুর এস.এন পাঁজা স্কুল। ছাত্র ছাত্রীদের নিয়ে গাছ বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতা, স্লোগান প্রতিযোগিতার সাথে সাথেই এলাকায় পার্থেনিয়াম নির্মুল করতে প্রতিশ্রুতি বদ্ধ হলো পড়ুয়ারা।

এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ইন্দাস বিডিও মানসী ভদ্র চক্রবর্তী ও এ. আই ইন্দাস স্মিতা ওঝা। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এদিন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে একটি করে গাছের চারা উপহার তুলে দেয়। স্কুল চত্বরে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন ইন্দাস থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিদ্যুৎ পাল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের জল বাঁচানো ও গাছ লাগানোর জন্য প্রতিশ্রুতি নেন ইন্দাসের ওসি। সাথে সাথেই নিজেদের বাড়ি ও বিদ্যালয়ে গাছ লাগানোর অনুরোধ জানান। বিডিও ছাত্র ছাত্রীদের রাজ্য সরকারের জলধর জলভরো বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

IMG 20190713 WA0039

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাসের বিডিও মানসী ভদ্র চক্রবর্তী, ওসি ইন্দাস বিদ্যুৎ পাল, এ .আই স্মিতা ওঝা, স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিত সরকার, উপপ্রধান দীনবন্ধু নন্দী, বিশেষ শিক্ষক চন্দন ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন শিক্ষিকা মামণী ঘোষ।

সম্পর্কিত খবর