জানেন না বাংলা! ইংরেজিতেও বকলম! অবাক শিক্ষক বাঁকুড়ার স্কুলে

বাংলাহান্ট ডেস্ক : বাংলা স্কুলের শিক্ষক তিনি। কিন্তু জানেন না বাংলা। তার বাংলা বানানে অজস্র ভুল। ইংরেজি বিষয় পড়াতে চান না। শীঘ্রই অপসারিত করতে হবে শিক্ষককে। এমনি দাবী করে আন্দোলন শুরু করলেন গ্রামবাসীরা। এমনকি স্কুলের গেটে ঝোলালেন তালাও। সোমবার এমন ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার ওন্দা থানার চড়ুইকুড়া গ্রামের চড়ুইকুড়া প্রাথমিক বিদ্যালয়।

গ্রামবাসীরা অভিযোগ করেছেন, স্কুলের শিক্ষক রাজীব কুমার একেবারেই বাংলা জানেন না। শিক্ষক হিসেবে তিনি যোগ্য নন। সঠিকভাবে বাংলা লেখা তো দূর বাংলা পড়তেও পারেন না। বহুদিন ধরেই বিষয়টি লক্ষ্য করেন স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা। বহুদিন ধরে আবেদন করা সত্ত্বেও অপসারণ করা হয়নি ওই স্কুল শিক্ষককে। তাই এই বৃহত্তর আন্দোলন।

২০২১ সালে বাঁকুড়ার ওন্দা থানার চড়ুইকুড়া গ্রামের চড়ুইকুড়া প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষক হিসেবে যোগদান করেন রাজীব কুমার দীক্ষিত। অভিভাবকদের অভিযোগ রাজীব বাবু ইংরেজি বই পড়াতে চান না। এমনকি তার বাংলা লেখাতেও অজস্র ভুল চোখে আসে।

আন্দোলনকারী গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত স্কুল থেকে ওই শিক্ষককে সরানো হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। গ্রামবাসীদের সাথে কার্যত সহমত পোষণ করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি জানান এটা ঠিক যে ঐ শিক্ষক সঠিক মত পড়াতে পারেন না। এ বিষয়ে উচ্চ মহলে আবেদন করলেও সঠিক সুরাহা মেলেনি।

যদিও অভিযুক্ত শিক্ষক বলছেন এটি একটি ষড়যন্ত্র। তিনি বলেছেন,”আমাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে। আমি ঠিকঠাক পড়ালেও ওরা আমার নামে মিথ্যা রটনা করছেন। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই”।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর