বাংলায় ব্যবসা, অথচ নেবে না বাঙালি কর্মী! মার্লিন গ্রুপের বিজ্ঞপ্তিতে বিতর্ক, ধুয়ে দিল ‘বাংলা পক্ষ’

বাংলা হান্ট ডেস্ক : ফের বিপাকে মার্লিন গ্রুপের (Merlin Group) চেয়ারম্যান সুশীল মোহতা (Sushil Mohta)। ইতিপূর্বেই এক দফায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সমন পৌঁছেছিল মার্লিন কর্তার বাড়িতে। আর এবার আম জনতার রোষাণলে পড়লেন এই শিল্পপতি। সেবার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের সাথে সুশীল মোহতার যোগসূত্র খুঁজে পেয়েছিল ইডি। আর এবার বাংলায় ব্যবসা করে বাঙালি বিদ্বেষের কারণে সংবাদ শিরোনামে তিনি।

সূত্রের খবর, সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে মার্লিন গ্রুপ। যে বিজ্ঞাপনের বক্তব্য, তাদের কোম্পানিতে কোনও বাঙালি কর্মচারী নেওয়া হবেনা। অর্থাৎ বাংলার বুকে রমরমিয়ে ব্যবসা চললেও, ব্রাত্য থাকবে বাঙালি। মার্লিন গ্রুপের এই বিজ্ঞাপন সামনে আসতেই ক্ষোভে ফুঁসছে বাংলার একাংশ। ইতিমধ্যেই বিরোধ দেখাতে শুরু করেছে বাংলাপক্ষ।

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বাংলাপক্ষের তরফ থেকে গর্গ চট্টোপাধ্যায় এবং বাকি সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। একইসাথে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বাংলার সাধারণ মানুষও। ঘটনা সামনে আসতেই মার্লিন গ্রুপের সাথে যোগাযোগের চেষ্টাও করা হয় বলে খবর। ইতিমধ্যেই তাদের ফোন কলের একটি রেকর্ডিং-ও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বেশ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন গর্গ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : ‘বাংলাদেশকে দেখে লজ্জা লাগে’, এ কী বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ! শোরগোল

যদিও ওদিক থেকে উত্তর সেভাবে কিছুই আসেনি। গর্গ চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, ‘বাংলায় বসে বাঙালি নেওয়া হবেনা, এই বিজ্ঞাপন কি আপনার এক্তিয়ারের মধ্যে পড়ে?’ জবাব আসে, ‘হুঁ, যা বলার বলে দেওয়া হয়েছে।’ তবে বাংলায় বসে ‘নন বেঙ্গলি প্রেফারড’ কথাটা বৈধ বলেই দাবি করছেন ফোনের ওপারে থাকা মানুষটি। যদিও তার পরিচয় জানা যায়নি, তবে ফোন কলের শুরুতে তিনি নিজেকে মার্লিন গ্রুপের মালিক বলে পরিচয় দেন।

আরও পড়ুন : ‘নিয়ম ভঙ্গের চেষ্টা করবেন না’, ব্যালট নাকি EVM? রায় শোনাল সুপ্রিম কোর্ট

Merlin Group

উল্লেখ্য যে, এই গ্রুপের প্রতি অভিযোগ এই নতুন নয়। এর আগেও একাধিকবার খবরের শীর্ষে জায়গা করে নিয়েছে মার্লিন গ্রুপ। বিরোধীদের দাবি, শাসকদলের সাথে বিশেষ যোগসূত্র রয়েছে এই সংস্থাটির। গত বছর ‘কালীঘাটের কাকু’ গ্রেফতারি সূত্রে উঠে আসে মার্লিন গ্রুপের নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, কাকুর টাকা মার্লিন গ্রুপে বিনিয়োগ করা হয়েছে। সংস্থার চেয়ারম্যানের বাড়িতে সমনও গেছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই সামলে এল মার্লিন গ্রুপের বাঙালি বিরোধী বিজ্ঞাপন। ঘটনার পর সংস্থাটিকে বয়কট করার ডাক দিয়েছে বাংলাপক্ষ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর