Jio-Airtel পাবে না পাত্তা! BSNL আনল ১৬০ দিনের প্ল্যান, আনলিমিটেড কলিংয়ের সাথে মিলবে 320 GB ডেটা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের অন্যান্য (India) টেলিকম সংস্থাগুলিকে যথেষ্ট টক্কর দিচ্ছে BSNL (Bharat Sanchar Nigam Limited)। শুধু তাই নয়, গ্রাহকদের সুবিধার্থে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি দুর্দান্ত প্ল্যান সামনে আনছে এই সংস্থা। সেই রেশ বজায় রেখেই এবার ব্যবহারকারীদের জন্য একটি দুর্ধর্ষ প্ল্যান লঞ্চ করল BSNL। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা হল 160 দিন।

এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং সহ 320GB ডেটা এবং অন্যান্য অনেক সুবিধা পাবেন। BSNL-এর এই রিচার্জ প্ল্যানটি দেশের সমস্ত টেলিকম সার্কেল এবং জোনের জন্য উপলব্ধ রয়েছে। এছাড়াও, BSNL আরেকটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে। যেখানে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং সহ 26 GB ডেটা এবং 1 লক্ষ অডিও সং-এর অ্যাক্সেস পাবেন। ইতিমধ্যেই এই সরকারি টেলিকম কোম্পানি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এই দু’টি প্রিপেইড রিচার্জ প্ল্যানের তথ্য শেয়ার করেছে।

BSNL has launched a super recharge plan of 160 days.

BSNL-এর 997 টাকার রিচার্জ প্ল্যান: জানিয়ে রাখি যে, BSNL-এর 160 দিনের রিচার্জ প্ল্যানের দাম হল 997 টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2 GB হাই স্পিড ডেটার সুবিধা পাবেন। BSNL-এর এই রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীরা সারা দেশে যেকোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পাবেন। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন 100 টি বিনামূল্যের SMS-এর সুবিধা পাবেন।

আরও পড়ুন: ট্রেনের টিকিটে কনফার্ম সিটের পাশাপাশি বিনামূল্যে পাওয়া যায় এই পরিষেবাগুলিও, জানেন না অনেকেই

কোম্পানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, জানা গিয়েছে, এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে আরও একাধিক অ্যাড-অন পরিষেবা উপলব্ধ রয়েছে। যার মধ্যে রয়েছে Hardy Games, Challenger Arna Games, Gameon And Astrotell, Gameium Zing Music, WOW Entertainmentnt ও BSNL Tunes Qj Lystn Podcast অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের আগে ঝটকা বাংলাদেশে! অবসরের সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান

BSNL-এর 153 টাকার প্ল্যান: BSNL-এর এই রিচার্জ প্ল্যানটির দাম হল 153 টাকা। এই নতুন প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীদের জন্য 26 দিনের বৈধতা দেওয়া হচ্ছে। এছাড়াও, এই প্ল্যানে কোনও ডেইলি লিমিট ছাড়াই 26 GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে,ব্যবহারকারীরা ভারত জুড়ে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। BSNL-এর এই প্ল্যানটি 1 লক্ষ অডিও সং উপলব্ধ করে। যেখানে আপনি বিভিন্ন ভাষার অডিও সং-এর বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর