T20 বিশ্বকাপের আগে ঝটকা বাংলাদেশে! অবসরের সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের ক্রিকেটের অন্যতম মেগা টুর্নামেন্ট T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) শুরু হতে আর মাত্র ২৫ দিন বাকি। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। যেটি শুরু হবে আগামী ১ জুন থেকে এবং ফাইনাল ম্যাচ হবে আগামী ২৯ জুন।

তবে, ঠিক আবহেই বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। কারণ, T20 বিশ্বকাপ শুরুর আগেই দলের অভিজ্ঞ খেলোয়াড় সাকিব আল হাসান অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। যার জেরে চরম হতাশায় রয়েছেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিশ্বকাপের আগে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে সামনে এসেছে বড় খবর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সাকিব আল হাসান T20 বিশ্বকাপের পর T20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করবেন।

মূলত, ওয়ার্কলোডের কারণে T20 ফরম্যাটে খেলা বন্ধ করে দিতে পারেন সাকিব আল হাসান। যার কারণে তিনি তাঁর টেস্ট এবং ওয়ানডে কেরিয়ারে আরও মনোযোগ দিতে পারবেন। তবে, সাকিবের অবসরের আনুষ্ঠানিক ঘোষণা এখনও সামনে আসেনি।

আরও পড়ুন: ভারতের সর্বাধিক জনবহুল জেলা রয়েছে এই রাজ্যে! অধিকাংশজনই জানেন না নাম

জায়গা পেতে পারেন T20 বিশ্বকাপে: উল্লেখ্য যে, T20 বিশ্বকাপের আগে জিম্বাবোয়ের সঙ্গে ৫ টি T20 ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ দল। তবে, এই সিরিজে সুযোগ দেওয়া হয়নি সাকিব আল হাসানকে। যদিও, T20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। যার কারণে T20 বিশ্বকাপে সাকিবকে দলে সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি যে, সাকিব হলেন একজন অভিজ্ঞ প্লেয়ার। পাশাপাশি, T20 বিশ্বকাপে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে তাঁর। সাকিব আল হাসানকে সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ দলের হয়ে T20 ফরম্যাটে খেলতে দেখা যায়।

আরও পড়ুন: কলকাতার রাজপথে করেছেন চাকরির জন্য আন্দোলন, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়েই মৃত্যু SLST আন্দোলনকারীর

সাকিব আল হাসানের T20 কেরিয়ার: যদি আমরা সাকিব আল হাসানের T20 কেরিয়ারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, তিনি ২০০৬ সালে বাংলাদেশ দলের হয়ে T20 ক্রিকেটে অভিষেক করেছিলেন। এখনও পর্যন্ত সাকিব খেলেছেন ১১৭ টি T20 ম্যাচ। যেখানে ১২২ স্ট্রাইক রেটে তিনি করেছেন ২,৩৮২ রান রয়েছে এবং এই সময়ে তিনি ১২ টি হাফ সেঞ্চুরি করেছেন। পাশাপাশি, ১১৭ টি ম্যাচে সাকিব হাসিল করেছেন ১৪০ টি উইকেট। একই সাথে সাকিব আল হাসানও IPL-এও খেলেছেন। তিনি IPL-এ মোট ৭১ টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি হাসিল করেছেন ৭৯৩ রান ও নিয়েছেন ৬৩ টি উইকেট।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর