ভারতের সর্বাধিক জনবহুল জেলা রয়েছে এই রাজ্যে! অধিকাংশজনই জানেন না নাম

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র বিশ্বজুড়েই সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা (Population)। শুধু তাই নয়, ইতিমধ্যেই এক্ষেত্রে নজির তৈরি করেছে আমাদের দেশ। সম্প্রতি চিনকে (China) হারিয়ে বিশ্বের সর্বাধিক জনসংখ্যা যুক্ত দেশের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ভারত (India)। কিন্তু আপনি কি জানেন, ভারতের সর্বাধিক জনবহুল জেলা কোনটি?

আসলে, অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। প্রথমেই জানিয়ে রাখি যে, বর্তমানে ভারতে ২৮ টি রাজ্য এবং ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই সমস্ত রাজ্যে কিছু কিছু বৃহৎ জেলা রয়েছে। যেগুলির জনসংখ্যা রীতিমতো অবাক করে দেবে প্রত্যেককে।

India's most populous district is in this state.

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১১-র জনগণনা অনুযায়ী আমাদের দেশে মোট ৬৪০ টি জেলা ছিল। কিন্তু, ২০২২-এর অগাস্টের পরিসংখ্যান অনুযায়ী, দেশে জেলার সংখ্যা বেড়ে হয়েছে ৭৬৬। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক ভারতের কোন জেলাতে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে?

আরও পড়ুন: কলকাতার রাজপথে করেছেন চাকরির জন্য আন্দোলন, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়েই মৃত্যু SLST আন্দোলনকারীর

প্রথমেই জানিয়ে রাখি, দেশের সবথেকে জনবহুল জেলা যে রাজ্যে রয়েছে তা হল মহারাষ্ট্র। এই রাজ্যের আয়তন হল ৩,০৭,৭১৩ বর্গ কিলোমিটার। পাশাপাশি, আয়তনের দিক থেকে এটি হল দেশের তৃতীয় বৃহত্তম রাজ্য। এদিক, এই রাজ্যেই অবস্থিত রয়েছে থানে। যেটি মহারাষ্ট্রের একটি জেলা।

আরও পড়ুন: মাত্র ৫ ঘন্টায় পৌঁছনো যাবে গুয়াহাটি? সিকিমে দৌড়নোর জন্য প্রস্তুত বন্দে ভারত

আর এই থানে জেলাটিই তৈরি করেছে বিরাট নজির। কারণ, সংশ্লিষ্ট জেলাটি ভারতের সবথেকে জনবহুল জেলা হিসেবে বিবেচিত হয়। ২০১১ সালের জনগণনা অনুসারে এই বিষয়টি সামনে আসে। পাশাপাশি, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ওই জেলার জনসংখ্যা হল প্রায় ১.১১ কোটি। আর এই বিপুল জনসংখ্যার ওপর ভর করেই থানে সমগ্র দেশের মধ্যেই এক বিরাট নজির তৈরি করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর