‘বাংলাদেশকে দেখে লজ্জা লাগে’, এ কী বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ! শোরগোল

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের (Pakistan) সমস্যার শেষ নেই। একদিকে রয়েছে রাজনৈতিক সঙ্কট তো অন্যদিকে অর্থনৈতিক সঙ্কট। রাজনৈতিক সঙ্কট কিছুটা মিটেছে নতুন করে ভোট হওয়ার পর, কিন্তু অর্থনৈতিক সমস্যা যেন শেষ হওয়ার নয়। নিত্যই এক নির্জন সমস্যা আঁকড়ে ধরেছে জঙ্গিরাষ্ট্রকে। আবার ঠিক উল্টোদিকে একটা সময় পাকিস্তানের অংশ থাকা বাংলাদেশ (Bangladesh) বেশ উন্নতি লাভ করেছে। আর তাই দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী যা বললেন তা বেশ অবাক করার মতোই।

পাকিস্তানে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করার সময় উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। সেখানে বাংলাদেশের উন্নয়নের তারিফ করে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ‘এখন বাংলাদেশকে দেখলে লজ্জা লাগে।’ অবশ্য এই লজ্জা লাগারই কথা, কারণ বিগত বেশ কয়েক বছর ধরেই পাকিস্তানের আর্থিক অবস্থার হাল বেহাল। নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ব্যবসায়িক সম্মেলন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শাহবাজ শরীফ সম্মেলনে তার দেশের আর্থিক সঙ্কট এবং পঙ্গু হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাথে তিনি উল্লেখ করেন বাংলাদেশের কথা। তার কথায়, যে দেশটি একসময় পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল এবং পশ্চিম পাকিস্তানের বোঝা হিসাবে বিবেচিত হতো তারা এখন বহুদূর এগিয়ে গিয়েছে। শাহবাজ শরীফের কথায়, ‘আমি যখন বেশ ছোট ছিলাম তখন আমাদের বলা হতো যে পূর্ব পাকিস্তান আমাদের কাঁধের বোঝা। আর আজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেই বোঝা কোথায় পৌঁছেছে।’

আরও পড়ুন : ‘নিয়ম ভঙ্গের চেষ্টা করবেন না’, ব্যালট নাকি EVM? রায় শোনাল সুপ্রিম কোর্ট

শরীফ তার বক্তৃতায় এও উল্লেখ্য করেন যে, আজ তারা যখন বাংলাদেশের দিকে তাকান তখন নিজেদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এদিনের সভায় উঠে আসে ভারতের কথাও। পাকিস্তানের বিভিন্ন ব্যবসায়ী চাইছেন ভারতের সাথে যেন পুনরায় ব্যবসায়িক সম্পর্ক স্থাপন হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীরা আর্জি জানান যে, ভারতের সাথে যেন বাণিজ্যের বিষয়ে ফের আলোচনা শুরু হয়।

আরও পড়ুন : ‘মদ গুরুত্বপূর্ণ…’, মক্কা-মদীনার দেশেও মিলবে সূরা? বড় বয়ান আরবের বিদেশমন্ত্রীর

Pakistan removes all visa restrictions for Bangladeshis

পাকিস্তানের ব্যবসায়ীরা ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন যে, আর্থিকভাবে উন্নত হওয়ার জন্য ভারতের সাথে বাণিজ্য বাড়ানো একান্ত জরুরি। বিষয়টি নিয়ে পাকিস্তানের ব্যবসায়ী গ্রুপ আরিফ হাবিব গ্রুপের প্রধান আরিফ হাবিব পাক প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন যে, ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠলে তা আদতে দেশের মানুষের জন্যই বেশ উপকৃত হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর