৫০ লক্ষের গাড়ি, হাতেই নগদ ১০ লাখ! জানেন মোট কত সম্পত্তির মালিক ‘দাবাং’ অর্জুন সিং?

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে যে নেতাদের ‘বাহুবলী’ তকমা দেওয়া হয়, তাঁদের মধ্যে অন্যতম হলেন অর্জুন সিং (Arjun Singh)। শোনা যায়, জগদ্দল-ব্যারাকপুর অঞ্চলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার দাপটে বাঘে-গরুতে এক ঘাটে জল খায়। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। গেরুয়া শিবিরের তরফ থেকে ফের একবার ব্যারাকপুর (Barrackpore) কেন্দ্রের প্রার্থী করা হয়েছে তাঁকে।

এই মুহূর্তে জোর কদমে ভোট প্রচার করছেন অর্জুন। সেই সঙ্গেই সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন বিজেপি (BJP) প্রার্থী। সেখানে নিজের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি স্থাবর-অস্থাবর সম্পত্তির (Arjun Singh Asset) খতিয়ানও তুলে ধরেছেন তিনি। শেষ পাঁচ বছরে কত টাকা রোজগার করেছেন সেই তথ্যও তুলে ধরেছেন বিজেপি নেতা।

অর্জুনের জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ১৯৮০ সালে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তিনি। সেখানে আর কোনও ডিগ্রির উল্লেখ নেই বলে খবর। সেই সঙ্গেই ব্যারাকপুরের পদ্মপ্রার্থী জানিয়েছেন, তাঁর হাতে নগদ ১০ লক্ষ ৮ হাজার ৩২৫ টাকা রয়েছে। অপরদিকে তাঁর স্ত্রীয়ের কাছে রয়েছে ১০ হাজার টাকা।

আরও পড়ুনঃ SSC দুর্নীতির জেরে বাতিল প্রায় ২৬০০০! ভোটের মধ্যেই ১ লক্ষ নয়া চাকরির ঘোষণা মমতার

হলফনামা থেকে জানা যাচ্ছে, শেষ পাঁচ বছরে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন অর্জুন। ২০১৮-১৯ থেকে শুরু করে ২০২২-২৩ অর্থবর্ষ অবধি বিজেপি নেতার বার্ষিক আয় ছিল যথাক্রমে ১১ লক্ষ ৪৩ হাজার ৬৪৭ টাকা, ২২ লক্ষ ৯২ হাজার ২২০ টাকা, ১৩ লক্ষ ৪১ হাজার ৮৮০ টাকা, ১২ লক্ষ ২৬ হাজার ৪৮০ টাকা এবং ১৭ লক্ষ ৪৩ হাজার ৯৮০ টাকা।

অর্জুন সিং হলফনামায় জানিয়েছেন, তাঁর কাছে বর্তমানে ৫২.৪০ গ্রাম সোনার গয়না রয়েছে। বর্তমানে তার বাজারদর ৩ লক্ষ ৮৯ হাজার ৬৮২ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীয়ের কাছে ৯৩.২ গ্রাম সোনা। তার বাজারদর ৬ লক্ষ ৯৩ হাজার ২২১.৬০ টাকা।

Arjun Singh

হলফনামা থেকে জানা যাচ্ছে, অর্জুন সিংয়ের একটি বিলাসবহুল চার চাকা গাড়িও রয়েছে। সেটির মূল্য ৪৯ লক্ষ ৭৫ হাজার ১৩০ টাকা। সব কিছু মিলিয়ে ব্যারাকপুরের পদ্ম প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২২ লক্ষ ৫৭ হাজার ৩০৯.৬১ টাকা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর