SSC দুর্নীতির জেরে বাতিল প্রায় ২৬০০০! ভোটের মধ্যেই ১ লক্ষ নয়া চাকরির ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আবহে শিরোনামে রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam)। সম্প্রতি ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। যে কারণে চাকরি হারিয়েছেন প্রায় ২৬০০০ মানুষ। তবে এবার লোকসভা ভোটের আবহে ১ লক্ষ চাকরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাদের কপাল খুলল?

নির্বাচনের আবহে জেলায় জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করছেন তৃণমূল (TMC) নেত্রী। সোমবার জোড়া সভা রয়েছে তাঁর। প্রথমে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে সভা করছেন মমতা। এরপর বর্ধমান দুর্গাপুরের কল্পতরু ময়দানে কীর্তি আজাদের হয়ে প্রচার করতে দেখা যাবে তাঁকে। এদিন বীরভূমের সভা থেকেই ১ লক্ষ চাকরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আজ সাঁইথিয়ার মেলা মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আয়োজন করা হয়েছে। সেই সভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, ‘বীরভূম, বর্ধমান আমাদের শস্যভাণ্ডার। আপনারা আমাদের যে শস্য দেন, সেটা দিয়েই আমরা জীবনধারণ করে থাকি। আগামী দিনে ডেউচা পাঁচামিতে ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। কোনও বাড়িতে বেকার থাকবে না। এটা হবে আপনাদের গর্ব’।

আরও পড়ুনঃ সন্দেশখালি ‘স্টিং’ নিয়ে এই প্রথম মুখ খুললেন শাহ! ‘ডিপফেক’ বলে বোমা ফাটালেন শুভেন্দুও

এরপর এই সভায় দাঁড়িয়েই কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, ‘আমরা ফ্রি-তে শস্যবিমা দিই। কেন্দ্র দেয় না। মোদী সরকার গোটা দেশটাকে লুট করেছে। আমি যদি বলি তাহলে দোষ হবে। অর্থমন্ত্রী স্বামী যখন দাঁড়িয়ে বলেন, দেশ লুট হয়ে গেল। দেশে আর কোনও দিন হবে না যদি ফের মোদী সরকার আসে। নোটবন্দির সময়েও সাধারণ মানুষের টাকা লুট করেছে। সব কিছু লুটেছে’।

তৃণমূল নেত্রী এদিন বলেন, তিনি এমন কথাই দেন যেটা রাখতে পারবেন। যে কথা রাখতে পারবেন না, তেমন কথা তাঁকে দিয়ে বলানো যায় না। মমতা বলেন, ‘আমার কাছে টাকা আছে কিনা সেটা আমায় দেখতে হও। দিল্লি তো সব টাকা বন্ধ করে দিয়েছে’। মুখ্যমন্ত্রী বলেন, বিনা পয়সার চালের টাকা থেকে শুরু করে ১০০ দিনের কাজের টাকা, সব কিছু বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার।

Government of West Bengal Mamata Banerjee

এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘মোদীরা যা যা বলেছিল, একটাও করেনি। ২ কোটির ছেলেমেয়ের চাকরি দেবে বলে দেয়নি, উল্টে বেকারত্ব বেড়েছে। আমাদের ২৬০০০ শিক্ষক-শিক্ষিকার চাকরি আদালতে মামলা করে ওঁরা খেয়ে নিয়েছে। আমরা শিক্ষক-শিক্ষিকাদের পাশে রয়েছি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর