এখান থেকে পাশ করলেই IAS, IPS! বিশ্বসেরার তালিকায় নাম ভারতের এই বিদ্যালয়টির

বাংলাহান্ট ডেস্ক : ঝাড়খণ্ডের (Jharkhand) লাতেহার জেলায় অবস্থিত নেতারহাট আবাসিক স্কুলের (Netarhat Residential School) সুখ্যাতি দেশ পেরিয়ে আজ বিদেশেও গিয়ে পৌঁছেছে। দেশের স্বাধীনতা লাভের পর প্রতিষ্ঠিত হয় এই স্কুল। তবে আজও সমানভাবে স্কুলটি বহন করে চলেছে তার ঐতিহ্য।

দেশের আইপিএস, আইএএস তৈরির পীঠস্থান এই স্কুল। দেশের অন্যতম শ্রেষ্ঠ স্কুল হিসেবে গণ্য করা হয় নেতারহাট আবাসিক বিদ্যালয়কে। ঝাড়খন্ড জেলা বটেই, আশেপাশের অঞ্চলের অভিভাবকদের স্বপ্ন থাকে সন্তানদের এই স্কুলে পড়ানোর। অভিভাবকের বিশ্বাস এই স্কুলে পড়ালে সুন্দরভাবে তৈরি হবে সন্তানের ভবিষ্যৎ।

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! ফের NJP উদ্দেশ্যে ছুটবে স্পেশাল ট্রেন, টিকিট টাকার আগে অবশ্যই দেখে রাখুন টাইমটেবিল

প্রচুর আইএএস, আইপিএস, চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও অন্যান্য প্রশাসনিক পদাধিকারী এই স্কুলে পড়াশোনা করেছেন। তাই অনেক বাবা-মায়ের স্বপ্ন থাকে সন্তানকে এই স্কুলে ভর্তি করার। এই স্কুলের সফলতা দেখে অভিভূত হয়েছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদও। তিনি এই ধরনের আরও একটি স্কুল নৈনিতালে তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন।

আরোও পড়ুন : সন্দেশখালি ‘স্টিং’ নিয়ে এই প্রথম মুখ খুললেন শাহ! ‘ডিপফেক’ বলে বোমা ফাটালেন শুভেন্দুও

এই স্কুলের প্রায় তিন হাজারেরও বেশি ছাত্র আইএএস, আইপিএস এবং অন্যান্য সিভিল সার্ভিসে কর্মরত।এই স্কুলের প্রাক্তনীদের তালিকায় রয়েছেন গণিতবিদ বশিষ্ঠ নারায়ণ এবং প্রাক্তন সিবিআই ডিরেক্টর ড. ত্রিনাথ মিশ্র এবং ড. রাকেশ আস্থানা। প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জেবি তুবিদ এই স্কুলের ছাত্র ছিলেন। 

netarhat residential

এছাড়াও এই স্কুলে পড়াশোনা করেছেন আইএএস মনীশ রঞ্জন এবং প্রাক্তন প্রশাসনিক আধিকারিক সুখদেব ভগতও। নেতারহাটের এই স্কুল জাতীয় পর্যায়ে সুপরিচিত। দেশ-বিদেশের বহু গুণী ব্যক্তি পড়াশোনা করেছেন এই স্কুলে। বর্তমানে বিভিন্ন প্রশাসনিক পদে বহাল রয়েছেন তারা। প্রতি বছর বহু পর্যটক কাঠ শিল্পের অন্যতম সেরা উদাহরণ নেতারহাটের বাংলো হাউস দেখতেও ভিড় জমান।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর