ইন্দ্রানী সেন, বাঁকুড়া: তীব্র দাবদাহে পুড়ছে বাঁকুড়া। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে নির্বাচনী উত্তাপ। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের শব্দ আসতে আসতে মিলিয়ে যাচ্ছে শহর থেকে।এই সমস্ত উত্তাপ দাবদাহকে দূরে সরিয়ে বিশ্বকবির আরাধনায় ক্ষণিকের শান্তি এনে দিল বাঁকুড়া জেলায় রবীন্দ্র ভাবনা ,চেতনা ও রবীন্দ্র আদর্শে পথচলা সাংস্কৃতিক সংস্থা ‘আলেখ্য বাঁকুড়া’ টেগোর কালচারাল আকাদেমি। সম্প্রতি বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় গান্ধী বিচার পরিষদের গান্ধীভবনে ‘কবিপ্রণাম নব রবি কিরণে’ অনুষ্ঠান হয়ে গেল।
বিশ্বকবির প্রতীকৃতিতে মালা পরিয়ে ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শর্মিষ্ঠা দত্ত রায়। নাচ গান সংলাপ ছিল এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন আগত শিল্পী কলাকুশলী শ্রোতা দর্শক সকলেই। ‘আলেখ্য বাঁকুড়া’-র সভাপতি শক্তি চট্টোপাধ্যায় বলেন,” এবার এই অনুষ্ঠান ১৪ তম বর্ষে পা রাখল। আমরা প্রতিবছরই এই অনুষ্ঠান ছাতিমতলায় রবীন্দ্রমূর্তির পাদদেশে করে থাকি। কিন্তু এবার লোকসভা নির্বাচনের জন্য । আমাদের অনুষ্ঠানের স্থান ও সময় বদলে দিতে বাধ্য হয়েছি”।প্রখ্যাত বাচিক শিল্পী শর্মিষ্ঠা দত্তরায়ের গ্রন্থনায় ও নিবেদনে গান কবিতার কোলাজ ‘যে আছে মাটির কাছাকাছি’ ও রবীন্দ্র কবিতা বাউল অবলম্বনে কথা নাটক ‘বাউল’ শ্রোতা দর্শকদের ভূয়সী প্রশংসা পায়। এই দুটি নিবেদনেই শর্মিষ্ঠা দত্তরায়ের কণ্ঠের সঙ্গে গানে কথায় ও সংলাপে সহযোগিতা করেন দেবাশিস মৌলিক। এছাড়াও অনুষ্ঠানে ‘আলেখ্য বাঁকুড়া’-র পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয় বাচিক শিল্পী শর্মিষ্ঠা দেবীকে। সংস্থার তরফে ফুলের তোড়া, মানপত্র, উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে প্রবীণ শিল্পী অশনি মজুমদার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরুণাভ মিত্র, শর্মিলা চৌধুরী, করবী চ্যাটার্জি, পার্থ কুণ্ডু, অমিতাভ রায়, ভজন দত্ত কবিতা পাঠ করেন।
নির্বাচনের উত্তাপের মাঝেই কবিগুরুকে শ্রদ্ধা জানালো ‘আলেখ্য বাঁকুড়া টেগোর কালচার আকাদেমি’
সম্পর্কিত খবর