ইন্দ্রানী সেন,বাঁকুড়া: রাজ্যের অন্যান্য অংশের সাথে সাথেই বাঁকুড়াতে জেলা জুড়েও সরকারী বেসরকারী উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো। বিষ্ণুপুরের অনন্ত স্মৃতি ব্যামাগারের উদ্যোগে আয়োজিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন যোগ শিবিরে যোগ দেন বিষ্ণুপুরের মহকুমাশাসক মানস মণ্ডল। বিষ্ণুপুরের পোড়ামাটির হাট প্রাঙ্গনে সকাল সকাল যোগ শিবিরে উৎসাহী জনতার ঢল নামে। মহকুমাশাসক বলেন,” বর্তমান সময়ে প্রত্যেকেই আধুনিক জীবন যাত্রায় অভ্যস্ত। যুব সমাজ থেকে শুরু করে আমাদের প্রত্যেকের উচিত এই কর্মব্যাস্ত জীবনে অন্যতম সঙ্গী হিসাবে যোগার হাত ধরা। শারীরিক ও মানসিক বিকাশে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম।”
এছাড়াও বিষ্ণুপুর মল্লভূম যোগ সেন্টারের উদ্যোগে আয়োজিত যোগ দিবস পালিত হয় বিষ্ণুপুর স্টেডিয়ামে। কোতুলপুরে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান শুরু হয় প্রভাত ফেরীর মাধ্যমে।
সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়ে এলাকার আরো কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে যোগাভ্যাস করানো হয় এদিন সকালে। বিদ্যালয়ের এন সি সি- এর শিক্ষক সুভাষ চন্দ্র মল্লিক এই অনুষ্টানটি পরিচালনা করেন। ব্যায়াম, আসন ও মুদ্রা বিষয়ে শিক্ষার্থীদের শেখান ঐ বিদ্যালয়েরই শিক্ষক প্রবীর দাস ও গোবিন্দ মণ্ডল। শতাধিক শিক্ষার্থী এদিন এই যোগ শিবিরে অংশগ্রহণ করে।