বিশ্ব পাগল ছিল বাপ্পিদার জন্য, আর তিনি সচিন টেন্ডুলকারের! জানুন কী বিশেষ সংযোগ ছিল দুজনের মধ্যে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলা তথা গোটা ভারতের অন্যতম নামী গায়ক এবং সুরকার বাপ্পি লাহিড়ী আজই গত হলেন। মুম্বাইয়ের একটি নামি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর। ‘৮০-৯০ এর দশকে অনেক ছবিতে তিনি একের পর এক ব্লকবাস্টার গান গেয়ে দেশে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। তার অগুনিত ভক্তদের মধ্যে একজন হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার।

কিংবদন্তি ক্রিকেটার তার জীবন নিয়ে তৈরি ডকুমেন্টারি ‘সচিন: এ বিলিয়ন ড্রিমস’-এ বলেছিলেন যে মাঠে নামার আগে ম্যাচ নিয়ে যখনই তিনি চাপের মধ্যে থাকতেন, তিনি বাপ্পি লাহিড়ীর গান “ইয়াদ আ রাহা হ্যায়” শুনতেন। এ বিষয়ে বাপ্পী দাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি নিজেও সচিনের ভক্ত। বাপ্পি লাহিড়ী নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে ৪৮ বছর কাজ করেছি। গানগুলো ভালো চলছে, সবকিছু ঠিকঠাক চলছে। সেই সময় সঙ্গী ছিল সচিনের ক্রিকেট। আমি সচিন টেন্ডুলকারকে ভালোবাসি, আমি একজন ক্রিকেটপ্রেমী এবং শৈশব থেকেই এই খেলাটির প্রতি অনুরাগী। সচিনই হলেন ক্রিকেটের ঈশ্বর।’

bappi lahri

বাপ্পি দা বলেছিলেন যে তিনি সচিন টেন্ডুলকারের মুখে নিজের প্রশংসা শুনে আনন্দিত। তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি খুবই বিস্মিত এবং খুশি যে তিনি আমার গানের প্রশংসা করেছেন।”

বাপ্পি লাহিড়ী ১৯৫২ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। আশির দশকে বাপ্পী লাহিড়ী সর্বপ্রথম তার সংগীত ও গানের মাধ্যমে মানুষের মন জয় করেছিলেন, ডিস্কো ডান্সার, শরাবি এবং নমক হালালের মতো সুপারহিট ছবিতে গান গেয়েছিলেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর