বাপ্পি লাহিড়ীর নাতিকে নিয়ে বড় ঘোষণা রাখীর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট ডেস্ক : বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) নাতি রেগো বি-কে (Rego B) চেনেন। বছর ১৫ এর এই স্টারকিড নিজেও একজন সেলিব্রেটি। আজ থেকে বছর দুই আগে মুক্তি পেয়েছিল রেগো বি-র গান বাচ্চা পার্টি। সেই সময় ভালোই সাড়া ফেলেছিল এই গান। এরপর বেশ কিছুটা সময় গায়েব থাকার পর সম্প্রতি আবারও ফিরে এসেছেন তিনি। তবে এবার তার পাশে দাদু নেই।

তবে দাদু নেই তো কী হয়েছে, নতুন গানের প্রচারকার্যে হাত লাগিয়েছেন কন্ট্রভার্সি কুইন রাখী সাওয়ান্ত (Rakhi Sawant)। এইদিন রেগো বি-র নতুন গান ‘সেবা সেবা’র প্রচারে ব্যস্ত ছিলেন রাখী। এমনকি সংবাদ মাধ্যমের সামনে জুনিয়র লাহিড়ীর পরিচয়ও করিয়ে দিলেন তিনি। রাখী বলেন, ” এ হল বাপ্পিজির বংশধর। ওঁর রক্ত রয়েছে এর মধ্যে।”

এসবের পাশাপাশি রেগোর সাথে তার গানেই কোমর দোলাতেও দেখা যায় রাখীকে। তার সাথেই বাপ্পি লাহিড়ীর কাটআউট জড়িয়ে ‘বাপ্পি দা’বলে ডেকে উঠেন রাখী। অন্যদিকে রেগো বলে ওঠেন, ‘এই গান খানিক রাখি সাওয়ান্তের মতোই। ফুল অন এন্টারটেনমেন্ট।” তবে ভক্তরা কি এতে খুশি হয়েছেন? অনেকেই বলেছেন, ‘বাপ্পিদার ঘনিষ্ঠ কি আর কেউ ছিল না যে, রাখীকে দিয়ে প্রচার করতে হচ্ছে!’

আরও পড়ুন : ত্রিশূলও হাওয়া, মহিষাসুরও গায়েব! ফোন হাতে অস্থির ‘দুর্গা’ অপরাজিতা, ব্যাপারটা কী?

সব মিলিয়ে বলা যায় যে, রেগোর গানের প্রচারে রাখীকে দেখে যারপরনাই বিরক্ত বাপ্পি ভক্তরা। প্রসঙ্গত উল্লেখ্য, বাপ্পি লাহিড়ীর জীবদ্দশায় ছায়াসঙ্গীর মত ঘুরতেন রেগো। ঠাকুর্দার সাথে বহু শো-তে এসে হাজির হতেন তিনি। নাতীকে নিয়ে যারপরনাই গর্বিত ছিলেন বাপ্পি লাহিড়ীও। রেগোর প্রথম গান মুক্তির পর সংবাদমাধ্যমের সামনে নিজের খুশির কথা জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : কব্জি ডুবিয়ে খেতেন সুচিত্রা! পছন্দের খাবারটি খেতে যেতেন এই বিশেষ জায়গায়, জায়গাটি চিনে রাখুন

প্রয়াত গায়ক বলেন, “আমার নাতি যে এত অল্প বয়সে মিউজিকে কেরিয়ার শুরু করল, এত আমি দারুণ খুশি, গর্বিতও। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর স্টাইল বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই।” হয়ত একদিন দাদুর মতই জনপ্রিয়তা অর্জন করবেন তিনি। যদিও আগামীর কথা কেই বা বলতে পারে! রেগো তার ঠাকুর্দার নাম উজ্জ্বল করতে পারে কি না সেটা তো সময়ই বলবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর