বনগাঁর মেয়ে অরুণিতার গান শুনে বাংলায় বাহবা দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী, ভাইরাল পুরনো ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সঙ্গীতের জগতে নক্ষত্র পতন হয়েছে মঙ্গলবার। আচমকাই এসেছে ‘গোল্ডেন ম‍্যান’ বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) মৃত‍্যু সংবাদ। দীর্ঘ অসুস্থতার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও মৃত‍্যুর অমোঘ ডাককে এড়াতে পারেননি বর্ষীয়ান গায়ক সুরকার। বুধবার সারাদিন ধরে সোশ‍্যাল মিডিয়া বাপ্পি লাহিড়ী ময়। তাঁর গান, বিভিন্ন ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

কয়েক মাস আগে পর্যন্তও বেশ সুস্থ সবল ছিলেন বাঙালি সুরকার। নিজে গানে সুর দিয়েছেন। রিয়েলিটি শোতে পৌঁছেছেন বিচারক হয়ে। এমনি একটি জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’এ গিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। গত বছর বিশেষ অতিথি হয়ে পৌঁছেছিলেন তিনি।

বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলালের (Arunita Kanjilal) গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন বাপ্পি দা। ‘নমক হালাল’ ছবিতে তাঁর সুর দেওয়া ও গাওয়া গান ‘রাত বাকি বাত বাকি’ গেয়ে শুনিয়েছিলেন অরুণিতা। গোটা গানের সময়েই ‘বাহ বাহ’ করতে দেখা গিয়েছিল ‘ডিস্কো কিং’।

অরুণিতার গান শেষ হতেই প্রশংসা উপচে পড়ে তাঁর কণ্ঠে। বাপ্পি দা বলেন, তাঁর খুব প্রিয় একটি গান শুনিয়েছে অরুণিতা। তিনি আরো বলেন, ইন্ডিয়ান।আইডলের ১২ তম সিজনে যেমন প্রতিভাবান প্রতিযোগীরা এসেছেন তা গোটা বিশ্বেও খুব কম দেখা যায়। বাংলাতেও তিনি বলে ওঠেন, ‘খুব ভাল লেগেছে’।

প্রসঙ্গত, গত বছর অগাস্টে শেষ হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১২। সেরার মুকুট উঠেছিল পবনদীপের মাথায়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন যথাক্রমে বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল ও সায়লি কামব্লে। ২৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার পেয়েছিলেন পবনদীপ। অপরদিকে অরুণিতা ও সায়লি দুজনেই ৫ লক্ষ টাকা করে পেয়েছিলেন।

মঙ্গলবার মধ‍্যরাতের আগে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন বাপ্পি লাহিড়ী। জানা যাচ্ছে, একাধিক শারীরিক সমস‍্যা ছিল বাপ্পি লাহিড়ীর। চিকিৎসক জানান, ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’র জেরে মৃত‍্যু হয়েছে সুরকারের। এ ঘটনা একটা বড় ধাক্কা দেশ তথা বাংলার সঙ্গীত মহলে।

সম্পর্কিত খবর

X