রাতে খাবার আধঘন্টার মধ‍্যেই হৃদরোগে সব শেষ, বাপ্পি লাহিড়ীর মৃত‍্যুতে শোকস্তব্ধ জামাই

বাংলাহান্ট ডেস্ক: ফেব্রুয়ারি মাসটা যেন ভারতীয় সঙ্গীতের জগতে অভিশাপ স্বরূপ হয়ে এসেছে। একের পর এক কিংবদন্তি শিল্পীদের মৃত‍্যুর খবর বাকরুদ্ধ করে দিয়েছে সঙ্গীতপ্রেমীদের‌। বাংলার ছেলে বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) আচমকা প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। মঙ্গলবার মধ‍্যরাতের একটু আগে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন বাপ্পি দা।

বর্ষীয়ান গায়ক সুরকারের জামাই গোবিন্দ বনসল শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, গত তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। সদ‍্য সোমবার দিন ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। মঙ্গলবার রাত সাড়ে আটটা নটা নাগাদ রাতের খাবার খেয়েছিলেন বাপ্পি দা। কিন্তু তার আধঘন্টার মধ‍্যে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

   

IMG 20220216 175152

পালস অত‍্যন্ত কমে গিয়েছিল গায়কের। সঙ্গে সঙ্গে তাঁকে ফের হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎপকরা রাত পৌনে বারোটা নাগাদ ঘোষনা করেন, বাপ্পি লাহিড়ী মৃত। গায়কের ছেলে বাপ্পা লাহিড়ী রয়েছেন মার্কিন মুলুকে। তিনি এসে পৌঁছানোর পর আজ শেষকৃত‍্য সম্পন্ন হবে ‘ডিস্কো কিং’ এর।

বাপ্পি লাহিড়ীর আসল নাম অলোকেশ লাহিড়ী। যদিও গোটা দুনিয়ার কাছে তিনি ‘বাপ্পিদা’ নামেই পরিচিত ছিলেন। সারা জীবন ধরে অবিশ্রাম পরিশ্রম করে আজকের এই উচ্চতায় এসে পৌঁছেছিলেন তিনি। উল্লেখ‍্য, শুধু গান নয়। রাজনীতিতেও পা রেখেছিলেন গায়ক সুরকার।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে শ্রীরামপুরে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। নিয়ম মতো এফিডেভিটে নিজের মোট সম্পত্তির পরিমাণ ছাড়াও সোনা রূপো হিসাবও দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। সেই এফিডেভিট অনুসারে, গায়কের কাছে ৭৫৪ গ্রাম সোনা ছিল।

সেই সময়কার হিসাবে ওই পরিমাণ সোনার বাজার মূল‍্য ছিল প্রায় ১৭ লক্ষ ৬৭ হাজার টাকা। এছাড়াও ৪.৬২ কেজি রূপোরও মালিক ছিলেন বাপ্পিদা। প্রায় ২ লক্ষ টাকা বাজার দর ছিল ওই রূপোর। এখন তার দাম গিয়ে দাঁড়িয়েছে ২.৯১ লক্ষ টাকা। সূত্রের খবর মানলে, মোট ১২ কোটি টাকার সম্পত্তি ছিল গায়কের কাছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর