আইনজীবীদের চটানোর অভিযোগ, এই মহিলা বিচারপতির বিদায় সংবর্ধনা বয়কট বার অ্যাসোসিয়েশনের, জানেন পরিচয়?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন রায়ে বারংবার আইনজীবীদেরই কাঠগড়ায় তোলার অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বেলা এম ত্রিবেদীর বিরুদ্ধে। এর জেরে তাঁর বিদায় সংবর্ধনাও দিল না শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশন। আইনজীবীদের নিশানা করার অভিযোগে মহিলা বিচারপতির বিদায় সংবর্ধনা বয়কট করা হল বার অ্যাসোসিয়েশনের তরফে। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বি আর গাভাই।

সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বেলা ত্রিবেদীর বিদায় সংবর্ধনা বয়কট

সুপ্রিম কোর্টের (Supreme Court) দীর্ঘ ৭৫ বছরের ইতিহাসে দশম মহিলা বিচারপতি হলেন বেলা এম ত্রিবেদী। তাঁর ইস্তফার তারিখ ছিল ৯ জুন। কিন্তু শুক্রবার শেষবারের জন্য দপ্তরে এসেছিলেন তিনি। তাই নিয়মমাফিক এই দিনেই তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে বিচারপতি বেলা ত্রিবেদীর বিদায় সংবর্ধনা বয়কট করা হয়। কিন্তু হঠাৎ বার অ্যাসোসিয়েশনের মুখ ঘোরানোর কারণ কী?

Bar association boycott this supreme court justice farewell

কেন এই সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের: সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, বিচারপতির আসনে বসে বেলা এম ত্রিবেদী একাধিক বার আইনজীবীদের নিশানা করেছেন। গত বছর একটি মামলা চলাকালীন এক আইনজীবীর বিরুদ্ধে সাক্ষ্য গোপন করার অভিযোগও এনেছিলেন বিচারপতি (Supreme Court) ত্রিবেদী। এমনকি তার জেরে ওই আইনজীবীকে সাজাও দিয়েছিলেন তিনি। বহুবার ক্ষমা চেয়েও রেহাই পাননি ওই আইনজীবী।

আরো পড়ুন : ‘মোটা দাদা’ আর নেই… প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ মধুবনী, ভিডিও বার্তায় ভেঙে পড়লেন অভিনেত্রী

সিদ্ধান্তের সমালোচনা প্রধান বিচারপতির: এমন একাধিক কারণেই বার অ্যাসোসিয়েশন বিচারপতি বেলা ত্রিবেদীর বিদায় সংবর্ধনায় সায় দেয়নি। যদিও এর তীব্র সমালোচনা করেছেন প্রধান বি আর গাভাই। অবশ্য সুপ্রিম কোর্টের (Supreme Court) বার অ্যাসোসিয়েশন বিদায় সংবর্ধনার আয়োজন না করলেও অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বাল এবং সহ সভাপতি রচনা শ্রীবাস্তব এসেছিলেন শুক্রবারের অনুষ্ঠানে। তাঁদের ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান বিচারপতি বি আর গাভাই।

আরো পড়ুন : মোদীর পাশে রাহুল! বিশ্বের কাছে পাকিস্তানকে কোণঠাসা করতে এবার বিরাট উদ্যোগ

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের দশম মহিলা বিচারপতি বেলা এম ত্রিবেদী। এদিন তাঁর প্রশংসাও করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বিচারপতি ত্রিবেদী অত্যন্ত ভালো এবং নিরপেক্ষ একজন বিচারপতি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X