খাস কলকাতায় বার সিঙ্গারকে ধর্ষণের চেষ্টা, প্রাণনাশের হুমকি! পানশালা থেকে ধৃত অভিযুক্ত

বাংলা হান্ট ডেস্কঃ গতবছর নভেম্বরে খাস কলকাতার (Kolkata) বুকে এক বার সিঙ্গারকে (Bar singer) ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছিল ব্যান্ডমাস্টারের (Bandmaster) বিরুদ্ধে। অভিযোগকারিণী ওই সিঙ্গারের অভিযোগ, গত বছর ২৮ নভেম্বর তাঁর সাথে এই ঘটনাটি ঘটে। এরপর চলতি বছর থানায় দায়ের হয় অভিযোগ, অবশেষে পানশালা থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত ব্যান্ডমাস্টারকে।

ওই মহিলা সিঙ্গার পুলিশকে জানান, কাজের লোভ দেখিয়ে তাঁকে প্রথমে দুবাই নিয়ে যান অভিযুক্ত ব্যান্ডমাস্টার। কিন্তু সেখানে নিয়ে গিয়ে কোনো কাজ না দেওয়ায় দুজনের মধ্যে বচসার সূত্রপাত হয়। এরপর গত ২৮ নভেম্বর ওই গায়িকাকে নিজের ফ্ল্যাটে ডাকেন অভিযুক্ত। সেখানেই সব ঝামেলা মিটিয়ে নেওয়ার আশ্বাস দেন তাঁকে। তাতেই রাজি হয়ে ব্যান্ডমাস্টারের ফ্ল্যাটে যান নির্যাতিতা।

মহিলার অভিযোগ, এরপরেই সেখানে তাঁকে ধর্ষণ করে ওই ব্যান্ডমাস্টার। শুধু তাই নয়, কথা পাঁচকান হলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। প্রথম অবস্থায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই ঘাবড়ে যান ওই মহিলা, কিন্তু পরে পরিবারের লোকেদের গোটা বিষয়টি খুলে বললে তাঁরা পুলিশের দ্বারস্থ হন।

rape

এরপর চলতি মাসের ১৭ জানুয়ারি ব্যান্ডমাস্টারের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপরেই বুধবার বেনিয়াপুকুর থানার অন্তর্গত এক পানশালা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কসবা থানার পুলিস। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর