বাবলু প্রামাণিক বারুইপুর;
রবিবার রাতের অন্ধকারে রাস্তায়,কয়েকটি বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠলো বহিরাগত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বারুইপুর থানার মদারাট পঞ্চায়েতের কর্পপাড়া নতুন পল্লি এলাকায়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। থানায় অভিযোগ দায়ের করা হয়।বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস ঘটনাস্থল থেকে বোমার নমুনা সংগ্রহ করেছে।
এলাকার বাসিন্দারা রাতে এলাকায় পুলিস টহলের দাবি জানিয়েছেন। যদিও কি কারণে এই বোমাবাজি তা বলতে পারেননি এলাকার বাসিন্দারা। স্ত্রানিয় ও পুলিস সুত্রে খবর, মদারাট কর্প পাড়া নতুন পল্লির বাসিন্দা পেশায় ভ্যান চালক শ্যামল নস্করের জানান, রাত ৩ টের পর দুটি বোমা পড়ে বাড়ির সামনে।আতঙ্কে ঘুম ভেঙে যায়। ভোরে ঘুম থেকে উঠে দেখি বাড়ির এসবেস্টাস চালের কিছু ফুটো হয়ে গিয়েছে। ঠাকুরের মন্দিরের দেওয়াল ফেটে গিয়েছে। এমনকি প্রতিবেশি শোভা ঘোষের বাড়ির জানালার কাঁচ উড়ে গিয়েছে। কি কারনে কারা এই বোমা বাজি করলো তা জানি না। পাশাপাশি তিনি এও জানান,বছর ৩ আগে এলাকায় বাইরের ছেলেরা মদ্যপান করছিল তার প্রতিবাদ করেছিলাম। তার জেরে হামলা হয়েছিল।
তিন বছর আগেকার ঘটনার জেরে এই ঘটনা হলেও হতে পারে। পাশাপাশি প্রতিবেশি প্রদীপ সরদারের বাড়ির সামনে রাস্তায় ও রাতে বোমাবাজি হয় বলে অভিযোগ প্রদীপ বাবুর। এলাকার মহিলাদের অভিযোগ,রাতে বহিরাগত ছেলেরা এসে মদ্যপানের আসর বসায়। যার জেরে রাতে আতঙ্ক ছড়ায়। এলাকায় পুলিসি টহল বাড়াতে হবে।পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। রাতে এলাকায় পুলিসি টহল জোরদার হবে বলে জানানো হয়েছে।