অবিশ্বাস্য! মাত্র ১ টাকাতেই মেলে মাছ-ভাত-ডিম! জানেন, কোথায় মেলে এই লাঞ্চ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাজারে ১ টাকায় আজকাল একটা লজেন্সও পাওয়া যায় না। তবে বছরের পর বছর ধরে ১ টাকার বিনিময়ে মিলছে মাছ-ভাত-ডিম। শুধু আমিষ নয়, রয়েছে নিরামিষ পদও। যেদিন যে মেনুই হোক না কেন, লাঞ্চ (Lunch) সারতে খরচ করতে হবে মাত্র ১ টাকা। বছরের পর বছর ধরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এমন কর্মকাণ্ডই করে আসছে।

বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের (Barasat Madical College and Hospital) বাইরে অবিশ্বাস্য উদ্যোগ 

বিগত কয়েক বছর ধরে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এমন অভাবনীয় পরিষেবা দেওয়া হচ্ছে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের (Barasat Madical College and Hospital) বাইরে যশোর রোডের ধারে। এমনকি রোগীর পরিবারের লোকেরাও পাচ্ছেন এই ১ টাকার থালি। ভ্রাম্যমান ক্যান্টিনে সোম থেকে শনিবার মেলে এক টাকার বিনিময়ে দুপুরের খাবার।

আরোও পড়ুন : দেখা করলেন রামায়ণ-মহাভারতের আরবি অনুবাদকদের সঙ্গে! মধ্যপ্রাচ্যের দেশে বড় চমক পেলেন মোদী

শুধু রবিবার বন্ধ থাকে পরিষেবা। বারাসত হাসপাতালে (Barasat Madical College and Hospital) চিকিৎসা নিতে আসা মানুষদের জন্য এই অভাবনীয় উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। রবিবার বাদে প্রতিদিন দুপুর ১২ টা থেকে ২টো পর্যন্ত ১ টাকায় পেটপুরে খাওয়াদাওয়া করার সেরা ঠিকানা হয়ে উঠেছে এই ভ্রাম্যমান ক্যান্টিন। স্বেচ্ছাসেবী সংগঠনটি জানিয়েছে, তাদের কাছ থেকে প্রতিদিন ২০০-২৫০ জন মানুষ খাবার পেয়ে থাকেন ১ টাকার বিনিময়ে।

Barasat Madical College and Hospital

কখনো কখনো স্পনসর পেলে ১ টাকায় দেওয়া হয় ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানিও। সংগঠনের সদস্যদের কথায়, দূরদূরান্ত থেকে রোগী ও রোগীর পরিবার বারাসত হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। তারা অনেকসময় খেতেও পান না ঠিক করে। তারা যাতে অভুক্ত হয়ে দিন না কাটান সেই কারণেই এমন উদ্যোগ। অনেকেই টাকা না দিয়ে খেতে চান না, ভাবেন সেটি দান করা হচ্ছে। তাই খাবারের মূল্য হিসাবে ১ টাকা নেওয়া হয়ে থাকে শুধু।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X