বাংলা হান্ট ডেস্কঃ চার মে থেকে শুরু হচ্ছে রাষ্ট্রব্যাপী লকডাউনের তৃতীয় দফা। আর এই লকডাউনে গ্রিন জোন (Green Zone) এবং অরেঞ্জ জোনে (Orange Zone) কিছু ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শনিবার স্পষ্ট করেছে যে, লকডাউন তিনে গ্রিন আর অরেঞ্জ জোনে সেলুন খোলা থাকবে। এছাড়াও ই-কমার্স কোম্পানি এই সমস্ত এলাকায় অপ্রয়োজনীয় বস্তু গুলোর ডেলিভারি দিতে পারবে।
আপনাদের জানিয়ে দিই, স্বরাষ্ট্র মন্ত্রক শুক্রবার লকডাউনকে দুই সপ্তাহ বাড়ানোর অনুমতি দিয়েছে। আর এই লকডাউন দুই সপ্তাহ বেড়ে আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত চলবে। স্বরাষ্ট্র মন্ত্রালয়ের এক মুখপাত্র জানান, গ্রিন আর অরেঞ্জ জোনে ই-কমার্স কোম্পানি দ্বারা অপ্রয়োজনীয় সামগ্রীর বিক্রি অথবা ডেলিভারিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
মুখপাত্র জানান, এই এলাকা গুলয় সেলুন গুলোকে খোলার অনুমতি দেওয়া হবে। এই ছাড় ৪মে থেকে লাগু হবে। আরেকদিকে, রেড জোনে ই-কমার্স কোম্পানি গুলো শুধু প্রয়োজনীয় সামগ্রী বিক্রি অথবা ডেলিভারি করতে পারবে। রেড জোনে সেলুনের দোকানও খুলবে না।
স্বাস্থ এবং পরিবার কল্যাণ মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে রেড জোনের সংখ্যা ১৩০। উত্তর প্রদেশে সবথেকে বেশি রেড জোন আছে। উত্তর প্রদেশে মোট ১৯ টি রেড জোন আছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট অরেঞ্জ জোনের সংখ্যা ২৮৪। আর গ্রিন জোনের সংখ্যা ৩১৯। আরেকদিকে রাষ্ট্রীয় রাজধানী দিল্লীর সমস্ত ১১ জেলায় রেড জোনে পড়েছে।