পরাজিত রিয়াল মাদ্রিদ! জাভির কোচিংয়ে প্রথম ট্রফি হিসাবে স্প্যানিশ সুপার কাপ জয় বার্সেলোনার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মরশুমে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে প্রথম জয় পেল বার্সেলোনা। সৌদি আরবের, রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জাবের ছেলেরা রিয়েল মাদ্রিদকে হারালো ৩-১ ফলে। সেই সঙ্গে জাভির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম ট্রফি জিতল বার্সেলোনা।

নতুন বছর শুরু হওয়ার পর থেকে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। কার্লো আনসেলোত্তীর ছেলেরা নতুন বছরে মোট ৪ টি ম্যাচ খেলেছে। যার মধ্যে কেবলমাত্র একটি ম্যাচে তারা ৯০ মিনিটে জয় পেয়েছে। লা লিগার অপর একটি ম্যাচে হার, স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে টাইব্রেকারে জয় এবং ফাইনালে বার্সেলোনার কাছে হার। বছরের শুরুতেই একটি ট্রফি ঘরে তুলে নেওয়ার সুযোগ হারালো তারা।

বার্সেলোনার কালকের জয়ে প্রথমার্ধে গোল করেছিলেন স্প্যানিশ তরুণ তারকা গাভী এবং তারকা পোলিশ স্ট্রাইকার লেওয়ানডোস্কি। এরপর দ্বিতীয়ার্ধে আরেক স্প্যানিশ তরুণ মিডফিল্ডার পেদ্রি বার্সার হয়ে ব্যবধান বাড়ান। সংযুক্ত সময় রিয়াল মাদ্রিদ তারকা কারিম বেনজেমা একটি গোল করে ব্যবধান কমালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

Pedri Gavi

এই মুহূর্তে বার্সেলোনা স্প্যানিশ লিগের টেবিলের শেষে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও এখনো তাদের সামনে সুযোগ রয়েছে ইউরোপা লিগ জেতার। কোপা দেল রে-তেও তারা লড়াইয়ে রয়েছে। ফলে এক মরশুমের চারটি ট্রফি জেতার অনন্য সুযোগ রয়েছে তাদের সামনে।

রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে লা লিগার পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বে তাদের প্রতিপক্ষ লিভারপুল। দীর্ঘদিন ধরে কোপা দেল রে জেতেনি ক্লাবটি। সেই প্রতিযোগিতাতেও শেষ হলো পর্বে তাদের সামনে কঠিন প্রতিপক্ষ। সকলের বলাই যায় মরশুমের এই সময়টায় বেশ চাপে রয়েছে রয়্যাল হোয়াইটসরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর