বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ পুণার্থীর

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন পুণার্থীর। ঘটনাটি ঘটেছে বর্ধমানের নবাবহাটের কাছে। বর্ধমান থেকে বিহারের দিকে যাচ্ছিল গাড়িটি।

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলে মৃত এক মহিলা-সহ ৩। দুর্ঘটনায় গুরুতর জখম প্রায় ১৪ জন । আহতরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতার কালিঘাট থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের নবাবহাটের কাছে। পুণ্যার্থী বোঝাই ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে৷ দুর্ঘটনাস্থলে তিনজন পুণার্থী মারা যান। আহত ১৪। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গাড়িটি কলকাতার দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল৷স্থানীয় বাসিন্দারা বলেন ম্যাটাডোরটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল।তাদের অনুমান চালক ঘুমিয়ে পড়েছিল।ম্যাটাডোরটি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায়।স্থানীয়রা প্রথমে উদ্ধারের কাজে হাত লাগায়।

পরে বর্ধমান থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে মৃত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পূণ্যার্থী দলের সদস্য বিহু বিন্দে বলেন তাদের বাড়ি বিহারের কৈমুর জেলার সাহাবাজপুর এলাকায়।

IMG 20190807 WA0014গত ৩১ জুলাই তারা ১৮ জনের পুণ্যার্থী বোঝাই ম্যাটাডোর নিয়ে তীর্থস্থান ভ্রমণে বের হয়।বিহার,ঝাড়খণ্ড ও বাংলার বিভিন্ন তীর্থস্থান ঘুরে সোমবার তাঁরা বাড়ি ফিরছিলেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর