‘মহারাজ’ই এবার পুজোর থিম, সৌরভের ৫০ পূর্তি উপলক্ষে বিশেষ সম্মান বড়িশা প্লেয়ার্স কর্নারের

বাংলাহান্ট ডেস্ক: কলকাতায় বৃষ্টি পড়তে না পড়তেই পুজোর (Durgapuja) ঢাকে কাঠি। উত্তর কলকাতার সাবেকিয়ানা আর দক্ষিণের থিমপুজোর লড়াই এখন অতীত। দক্ষিণ কলকাতা যেমন সাদরে আপ‍্যায়ণ করেছে সাবেকি পুজোর মণ্ডপ, তেমনি উত্তরেও এখন থিমের রমরমা। খাতায় কলমে দূর্গাপুজো আসতে এখন বেশ দেরি থাকলেও বড়িশা প্লেয়ার্স কর্নারের (Barisha Players Corner) এ বছরের থিম ভাবা কিন্তু কমপ্লিট।

এবারে থিমের অংশ ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ‍্যায় (Sourav Ganguly)। ‘দাদা’র পাড়ার পুজো এটা। উৎসবের কয়েকদিন আদ‍্যোপান্ত বাঙালি সাজে মণ্ডপে এসে হাজির হন সৌরভ। পাড়ার পুজোর উদ্বোধন করে ধুনুচি নাচ, ঢাক বাজানোয় অংশ নেন। আর এবারে তাঁকে নিয়েই পুজোর থিম ভাবনা।

x1080 1
এ বারের পুজোয় বড়িশা প্লেয়ার্স কর্নারের থিমের নাম ‘মহারাজার ৫০ এ ৫০’। আসলে এ বছর এই পুজোর সুবর্ণ জয়ন্তী। অন‍্যদিকে সৌরভও পা দিচ্ছেন ৫০ বছরে। তাই এই ভাবেই পাড়ার তরফ থেকে মহারাজকে সম্মান জানানোর পরিকল্পনা করা হয়েছে।

ইতিমধ‍্যেই একটি পোস্টার প্রকাশ‍্যে এসেছে ক্লাবের তরফে। সেখানে লেখা, সুবর্ণ জয়ন্তী বর্ষ, শারদোৎসব ২০২২। মহারাজার ৫০ এ ৫০। জানা যাচ্ছে, সৌরভের জীবনের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত থাকবে মণ্ডপে। এছাড়াও একটি ভিডিও ক্লিপিংস চালানোরও পরিকল্পনা রয়েছে উদ‍্যোক্তাদের।

যদিও মণ্ডপ তৈরিতে কোন শিল্পী থাকবেন, প্রতিমাই বা কে তৈরি করবেন তা এখনো প্রকাশ করা হয়নি। আপাতত শুধু টিজার দিয়েই উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন পুজো উদ‍্যোক্তারা‌। তবে এখনো তো সময় রয়েছে। বাকি তথ‍্য ক্রমশ প্রকাশ‍্য।

উল্লেখ‍্য, বড়িশা প্লেয়ার্স কর্নারের সঙ্গে গঙ্গোপাধ‍্যায় পরিবারের সংযোগ অনেক পুরনো। আগে এই ক্লাবের প্রেসিডেন্ট পদে ছিলেন সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ‍্যায়। আর এখন ক্লাবের অন‍্যতম পৃষ্ঠপোষক সৌরভ ও তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ‍্যায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর