মহাবিপদে অর্জুন সিং? এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত! তোলপাড় বাংলা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতির ‘বাহুবলী’ নেতাদের মধ্যে একজন তিনি। সেই অর্জুন সিংয়ের (Arjun Singh) নামেই এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর আদালত (Barrackpore Court)। কয়েকদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল জগদ্দল এলাকা। গত ২৬ মার্চ রাতে বিজেপি নেতার বাড়ির সামনে গুলি-বোমার শব্দ শোনা যায়। এবার সেই ঘটনা সূত্রেই অর্জুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর কী বললেন অর্জুন (Arjun Singh)?

গত ২৬ তারিখ রাতে বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনায় বিজেপি (BJP) নেতা দাবি করেন, তিনি কিছু বুঝে ওঠার আগেই একাধিক দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে সাত রাউন্ড গুলি চালিয়েছিল। পরের দিন সকালেই এই ঘটনা সূত্রে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব করেছিল জগদ্দল থানার পুলিশ। তবে দলের অন্য কাজের কারণে থানায় উপস্থিত হতে পারবেন না বলে জানিয়ে দেন অর্জুন।

এরপরেই ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হয় পুলিশ। মঙ্গলবার আদালতে সেই মামলা উঠেছিল। তখনই বিজেপি নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জগদ্দল থানায় অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর। অর্জুনের (Arjun Singh) পরিবার সূত্রে খবর, কাজের সূত্রে বাইরে আছেন পদ্ম নেতা। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘কোনও পুলিশের দরকার নেই’! রামনবমীর আবহে পুলিশের ছুটি বাতিল হতেই সরব দিলীপ

অর্জুন বলেন, ‘নিম্ন আদালতে পুলিশ বলছে যে দু’জন তৃণমূলের গুলি চালিয়েছে। সিসিটিভি ফুটেজ রয়েছে। তারপরেও কীভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করল? আমি হাইকোর্টে গিয়েছি। তবে আদালতের স্ট্রাইকের জন্য মামলা শোনা হয়নি। তবে আমার আদালতের ওপর ভরসা রয়েছে’।

Arjun Singh

এই বিষয়ে তৃণমূলের কিছু বলার নেই বলে জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, ‘এটা আদালতের বিষয়। তৃণমূলের কিছু বলার নেই’।

উল্লেখ্য, বর্তমানে বিজেপির অংশ হলেও, একদা তৃণমূলে ছিলেন অর্জুন সিং (Arjun Singh)। উনিশের লোকসভা ভোটের আগে ‘ফুলবদল’ করেন তিনি। বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে জয়ী হন। এরপর ফের তৃণমূলে ফিরে আসেন। চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে ফের একবার বিজেপিতে যোগ দেন তিনি। ব্যারাকপুর থেকে অর্জুনকে দাঁড় করানো হলেও তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হন এই দাপুটে নেতা। এবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X