বাংলাহান্ট ডেস্ক : বাঁশ বাগান থেকে রাত্রিবেলা ভেসে আসছিল অদ্ভুত শব্দ। ভয় পেয়ে কেউ দরজা খোলেননি। সকাল হতেই এক হাড়হিম করা ঘটনার সাক্ষী হয়ে থাকলো উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের বড় কাঠালিয়া অঞ্চল। এই এলাকার এক বাঁশ বাগান থেকে উদ্ধার করা হলো যুবকের ক্ষতবিক্ষত দেহ। পুলিশ এসে বাঁশবাগান থেকে এই যুবকের মৃতদেহটি উদ্ধার করেছে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সেটিকে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই যুবককে কেউ বা কারা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। এলাকার স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে বাঁশ বাগানের দিক থেকে তারা এক আর্তনাদ শুনতে পান। তারা ভেবেছিলেন হয়ত এলাকার যুবকদের মধ্যে ঝামেলা হচ্ছে। এই এলাকার বাঁশ বাগানটিতে অনেক সময়ই দুষ্কৃতীরা ঠেক জমায়। তাই দুষ্কৃতীদের কর্মকাণ্ড ভেবে কেউ আর বাড়ির দরজা খোলেননি।
স্থানীয় পঞ্চায়েত সদস্য চাঁদুভূষণ সিংহ রায় সকালে এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন। এলাকার বাসিন্দারা সবাই মিলে পরিদর্শনে যান বাঁশবাগান সংলগ্ন এলাকার। এরপর একটি জায়গায় তারা রক্ত দেখতে পান। অনুসন্ধান পর্ব চলার সময় পার্শ্ববর্তী একটি জায়গায় দেখেন সেখানে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। এরপর মোহনপুর থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মোহনপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে বাঁশ বাগান থেকে উদ্ধার করে ক্ষতবিক্ষত যুবকের মৃতদেহ। আপাতত মৃতের পরিচয় সম্পর্কে কোন তথ্য পায়নি পুলিশ। পুলিশ আশা করছে মৃতের পরিচয় জানা গেলে তদন্ত গতি পাবে।