পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরীক্ষণের সময় ফাটল তোপের ব্যারেল, আহত তিন বিশেষজ্ঞ

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিম রাজস্থানে (Rajasthan) ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের জয়সলমের জেলার পোখরান (Pokhran) ফিল্ড ফায়ারিং রেঞ্জে রবিবার বড়সড় দুর্ঘটনা ঘটল। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পরীক্ষণের সময় তোপের ব্যারেল ফেটে যাওয়ায় তিনজন বিশেষজ্ঞ আহত হয়েছে। বিশেষজ্ঞদের সেনা হাসপাতালে ভরতি করানো হয়েছে।

সুত্র অনুযায়ী, পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে DRDO আর সেনার তত্বাবধানে বেসরকারি ভারতীয় কোম্পানি দ্বারা নির্মিত কামানের রবিবার অন্তিম পরীক্ষণ চলছিল। পরীক্ষণের সময় আচমকা কামানের ব্যারেল ফেটে যায়। এই দুর্ঘটনায় তিনজন বিশেষজ্ঞ আহত হন। বিশেষজ্ঞদের তৎকাল সেনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে গত ৩-৪ দিন ধরে পরীক্ষণ চলছিল। সেখানে স্বদেশী ১৫৫ এমএম আর ৫২ ক্যালিবারের হোয়াইটজার কামানের পরীক্ষণ চলছিল।

PINAKA 1500

উল্লেখনীয়, জয়সলমেরের পোখরানের ফায়ারিং রেঞ্জ সেনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ জয়সলমের জেলার এই রেঞ্জে সেনার হাতিয়ার সমেত অন্যান্য উপকরণের পরীক্ষা হয়। আর এই পরীক্ষণে অনেক সময় এরকম দুর্ঘটনাও হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর