বারুইপুরে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার

 

বাবলু প্রামাণিক, বারুইপুর

দক্ষিণ 24 পরগনা বারুইপুর আজ অমিত শাহের সভার কথা ছিল। সেখানে অমিত শাহের সভা বাতিল হয়। সভাস্থলের পাশ দিয়েই তৃণমূলের মিছিল যায়। সেখানেই ২ দলের সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা। একাধিক গাড়ি ভাঙচুর হয়।

 

চম্পাহাটি থেকে বারুইপুর অটো মিছিল হচ্ছিল। মিছিলে বিজেপি হামলা চালায় বলে অভিযোগ।

d6d03 img 20190513 wa0028

সেখানেই তৃণমূল ও বিজেপি সংঘর্ষে জড়ায়। একাধিক গাড়ি ভাঙচুর হয়। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

সম্পর্কিত খবর