বোল্ড সিনের ওয়ার্কশপ করে কাজ পেয়েছেন! ১২ বছরে কারোর বলার সাহস হয়নি, ক্ষোভ উগরে দিলেন বাসবদত্তা

বাংলাহান্ট ডেস্ক: টলিউডেও কাস্টিং কাউচ চালানোর অভিযোগ। ছবিতে কাজের সুযোগ দেওয়ার নাম করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পরিচালক বাপ্পার (Director Bappa) বিরুদ্ধে। অভিযোগকারিনী, অভিনেত্রী সুকন‍্যা দত্ত (Sukanya Dutta)। অতি সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করে পরিচালকের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছিলেন সুকন‍্যা। পালটা আইনি ব‍্যবস্থা নিয়েছেন বাপ্পাও। কিন্তু দুজনের বিবাদের মাঝে নাম জড়িয়ে গিয়েছে অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ‍্যায়ের (Basabdatta Chatterjee)।

সোশ‍্যাল মিডিয়ার বার্তায় সুকন‍্যা অভিযোগ করেছিলেন, পরিচালক বাপ্পা তাঁকে একটি ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। তবে পরিচালকের কথাবার্তায় তিনি বুঝে গিয়েছিলেন যে তাঁকে দিয়ে বোল্ড সিনের ওয়ার্কশপ করাতে চান পরিচালক।

Sukanya dutta
কিন্তু অভিনেত্রী প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষেপে যান বাপ্পা। সুকন‍্যা অভিযোগ করেন, তাঁকে নাকি ‘যৌনতায় অক্ষম’ বলে কটাক্ষ করেন বাপ্পা। নিজে কেমন মেয়ে, ব‍্যাকগ্রাউন্ড, কেমন কাজ করতে চান সবটা বলার পরেও নাকি বাপ্পা স্ক্রিপ্ট পড়ার নামে কুৎসিত ইঙ্গিত দিয়ে গিয়েছেন।

এরপরেই সুকন‍্যা পোস্টে লিখেছিলেন, বাপ্পা নাকি দাবি করেন, অভিনেত্রী বাসবদত্তা তাঁর সঙ্গে বোল্ড দৃশ‍্যের ওয়ার্কশপ করার পরেই নাকি একসঙ্গে কাজ করার সুযোগ পান। যদিও পরিচালক অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বাসবদত্তার নাম টেনে আনা হয়েছে দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন।

অবশেষে বিষয়টা নিয়ে মুখ খোলেন বাসবদত্তা নিজেই। জি ২৪ ঘন্টা ডিজিটালকে তিনি বলেন, বিষয়টা তাঁর নজরে এলেও প্রথমে তিনি গুরুত্ব দিতে চাননি। কিন্তু বারবার তাঁর নাম উঠে আসায় তিনি বিরক্ত। বাপ্পা রায়ের প্রথমম ছবি ‘শহরের উপকথা’য় তিনি কাজ করেছিলেন। কিন্তু দর্শকরা জানবেন সেখানে কোনো বোল্ড দৃশ‍্য ছিল না। আর যদি সেটা নাই থাকে তাহলে ওয়ার্কশপ করার প্রশ্নও ওঠে না।

Basabdatta chatterjee
বাসবদত্তা আরো বলেন, সুকন‍্যা দত্তের কোনো কাজ এখনো পর্যন্ত তাঁর দেখা হয়নি। পরিচালক বাপ্পার সঙ্গেও তাঁর কাজের সূত্রেই সম্পর্ক। পর্দায় সব ধরণের দৃশ‍্যে অভিনয় করতে তিনি স্বচ্ছন্দ নন। এর জন‍্য অনেক বড় বড় পরিচালকের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে বাপ্পা তো নতুন পরিচালক।

সেই সঙ্গে বাসবদত্তা স্পষ্ট বলেন, তিনি কাজ করেন, টাকা পান, বাড়ি চলে আসেন। এর জন‍্য নাকউঁচু তকমাও পেয়েছেন তিনি। কিন্তু দীর্ঘ ১২ বছরের কেরিয়ারে এমন একটা বিষয়ে তাঁর নাম জড়ানোর সাহস কারোর হয়নি, মন্তব‍্য বাসবদত্তার।

Niranjana Nag

সম্পর্কিত খবর