পাইকপাড়ায় বর্ণাঢ্য বসন্ত উৎসব! সুদীপ-অতীনের উপস্থিতিতে রঙের উৎসবে মাতলেন সাধারণ মানুষ

বাংলা হান্ট ডেস্ক : ‘নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো / বসন্তে সৌরভের শিখা জাগল।’ কবিগুরুর এই গানে আরও একবার মাতোয়ারা হয়ে ওঠার সময় এসে গিয়েছে বাঙালির। আজ বাদে কাল দোল। রঙে রঙে রঙিন হয়ে উঠবে বাঙালি। আর সেই রঙের ছোঁয়া যেন ইতিমধ্যেই লেগে গিয়েছে পাইকপাড়ার খেয়ালি পার্কে। বসন্তের দোল উপলক্ষে সেখানে আয়োজিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানই যেন হয়ে উঠেছে চাঁদের হাট।

paikpara 2

পাইকপাড়া খেয়ালি পার্কে আয়োজিত দোল উৎসবের উদ্বোধন করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা হলেন  কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। প্রধান পৃষ্ঠপোষক তরুণ সাহা ও উদ্যোক্তা হিসাবে প্রবীর কুন্ডুর উপস্থিতি চোখে পরে।

paikpara 4

এছাড়া এই অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে জড়িয়ে রয়েছেন ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মালা দাস, বিশিষ্ট সমাজসেবক সিদ্ধার্থ রায়, গিনেস বিশ্ব রেকর্ড প্রাপ্ত শুভদীপ চ্যাটার্জী, উত্তর কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক সৌরদীপ কুন্ডু, ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের সভপতি অপূর্ব দে এবং আরও অনেকে।

paikpara 5

এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর কলকাতার সাংসদ তথা তৃণমূলের জনপ্রিয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের দিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর কলকাতার অপর এক জনপ্রিয় তৃণমূল নেত্রী শ্রেয়া পান্ডে। তারকাখচিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় রং মশাল জ্বালিয়ে। পাইকপাড়ার এই অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘আহা আজি এ বসন্তে’।

দোল উৎসবকে কেন্দ্র করে এলাকার মানুষের উন্মাদনা ছিল দেখার মতো। সমস্ত ধর্মের সকল স্তরের মানুষ যোগ দিয়েছিলেন খেয়ালি পার্কে। নাচ-গানের মাধ্যমে অপূর্ব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোর ছটায় যেন হাজার গুণ রঙিন হয়ে উঠল কলকাতা তথা বঙ্গের এবারের রঙের উৎসব।

paikpara 3

উত্তর কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক সৌরদীপ কুন্ডু বলেন, ‘আমরা পাইকপাড়ার মানুষের পাশে সব সময় ছিলাম এবং সব সময় থাকবো। এছাড়া আগামীদিন আরও সামাজিক কাজ আমরা করতে চলেছি।’ এই উৎসবের মিডিয়াতে পার্টনার ছিল বাংলা হান্ট। প্রচুর মানুষ মেলাতে ভিড় করছেন। জানা যাচ্ছে, সম্প্রতি ভাইরাল হওয়া ‘পাইস হোটেলের নন্দিনী’ও হাজির হয়েছিলেন এদিনের উৎসবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর