Basanti Puja 2025: কবে থেকে শুরু বাসন্তী পুজো? অষ্টমী, সন্ধিপুজোর সময়টাই বা কখন? জেনে নিন পুরো নির্ঘণ্ট

Published On:

বাংলাহান্ট ডেস্ক : হিন্দু শাস্ত্র অনুযায়ী, বছরে দুবার পূজিত হন দেবী দুর্গা। শরৎকালে শারদীয়া ও বসন্তকালে বাসন্তী পুজোর (Basanti Puja 2025) মাধ্যমে আহ্বান জানানো হয় দেবী শক্তির। চলতি বছরের বাসন্তী পুজোর মহা পঞ্চমী আজ। বিশুদ্ধ পঞ্জিকা মতে চলতি বছর কবে পড়েছে বাসন্তী পুজোর (Basanti Puja 2025) অষ্টমী ও সন্ধিপুজোর তিথি? জেনে নিন বিস্তারিত।

বাসন্তী পুজোর (Basanti Puja 2025) নির্ঘণ্ট

বিশুদ্ধ পঞ্জিকা মতে, ইংরেজির ২ এপ্রিল (১৯ চৈত্র, বুধবার) বাসন্তী পুজোর (Basanti Puja 2025) ষষ্ঠী। রাত ১১ টা ৫১ মিনিট থেকে শুরু হবে তিথি। ষষ্ঠী তিথির সমাপ্তি ঘটবে ৩ এপ্রিল রাত ৯ টা ৪২ মিনিটে।  ৩ এপ্রিল (২০ চৈত্র, বৃহস্পতিবার) রাত ৯ টা ৪৩ মিনিটে শুরু হবে সপ্তমী তিথি। সপ্তমী তিথি শেষ হবে ৪ এপ্রিল রাত ৮টা ১৩ মিনিটে।

আরও পড়ুন : আজকের রাশিফল ২ এপ্রিল, ব্যবসায় বাজিমাত এই চার রাশির

বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে, সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন ও সপ্তমাদি কল্পারম্ভ, তবে বারবেলানুরোধে সকাল ৮টা ৩৫ মিনিটের মধ্যে নবপত্রিকা প্রবেশ স্থাপন ও সপ্তমাদি কল্পারম্ভ সম্পন্ন করতে হবে। ইংরেজির ৪ এপ্রিল (২১ চৈত্র, শুক্রবার) রাত ৮ টা ১৪ মিনিটে শুরু অষ্টমী তিথি।

আরও পড়ুন : এপ্রিলেই বড় চমক রেলের! মিলবে জোড়া উপহার, জানলে হবেন খুশি

৫ এপ্রিল ( ২২ চৈত্র) সন্ধ্যা ৭ টা ২৭ মিনিটে শেষ তিথি। বারবেলানুরোধে বাসন্তী দুর্গা দেবীর অষ্টমীর পূজা সম্পন্ন করতে হবে সকাল ৭টা ২ মিনিট গতে ৯টা ৩৭ মিনিটের মধ্যে। বাসন্তীপুজোর (Basanti Puja 2025) সন্ধিপুজো আরম্ভ ৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩ মিনিট গতে। সেইদিন বলিদানের সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে। পঞ্জিকা মতে, সন্ধিপূজা সমাপ্তির তিথি সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে।

Basanti Puja 2025 rituals

৫ এপ্রিল, শনিবার সন্ধ্যা ৭ টা ২৮ মিনিটে শুরু নবমী তিথি। ৬ এপ্রিল সন্ধ্যা ৭ টা ২৪ মিনিটে তিথি সমাপ্তি। ৬ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭ টা ২৫ মিনিট থেকে ৭ এপ্রিল সোমবার রাত ৮ টা ১ মিনিটে পর্যন্ত চলবে দশমী তিথি। বারবেলানুরোধে সকাল ৭টা ১ মিনিটের মধ্যে পুনরায় ৮টা ৩৩ মিনিট গতে ৯টা ৩৭ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে বাসন্তী দেবীর দশমীর পুজো সমাপ্তি ও বিসর্জন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X