বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণ! বসিরহাটে হাত উড়ে গেল খুদের, অবস্থা আশঙ্কাজনক

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে থেকেই রাজ্যের একাধিক স্থান থেকে ভয়াবহ বোমা বিস্ফোরণের (Bomb Blast) ঘটনা সামনে এসেছে। একের পর এক বিস্ফোরণ কেড়ে নিয়েছে বহু প্রাণ, কোথাও রক্তাক্ত হয়েছে শৈশব। বর্তমানে পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে বেশ কিছুদিন। বেরিয়ে গিয়েছে নির্বাচনী ফলাফলও তবে লাগাম পড়েনি বোমা বিস্ফোরণের ঘটনায়।

রবিবার ফের রাজ্যে বোমার আঘাতে গুরুতর আহত হল এক শিশু। সূত্রের খবর বসিরহাটের চতুর্থ শ্রেণির এক ছাত্র (Child) বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। খেলার সময় বোমা ফেটে (Basirhat Bomb Blast) জখম হয়েছে ওই শিশু। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির কাছেই ওই খুদে শিশু খেলা করছিল। সেই সময়ই পাশে পড়ে থাকা একটি বোমাকে বল ভেবে খেলা শুরু করে ওই শিশু। বল ভেবে বোমা হাতে নিতেই বিকট শব্দ।

বিস্ফোরণের শব্দ শুনেই তৎক্ষণাৎ আশেপাশের মানুষ জন ছুটে এসে দেখেন চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন আর মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই শিশু।এরপরই শিশুকে নিয়ে স্থানীয় হাসপাতালে ছোটেন সকলে। তবে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার আরজিকর হাসপাতালে স্থানাতরিত করা হয়েছে ওই শিশুকে।

bomb blast3

হাসপাতাল সূত্রে খবর, বিস্ফোরণে ওই ছাত্রের হাত উড়ে গিয়েছে। সেই হাত কেটে বাদ দেওয়া হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আরজিকর হাসপাতালেই চিকিৎসা চলছে তার। অন্যদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর