তৃণমূল টিকিট না দিলেও নো চাপ! বোল্ড ছবি শেয়ার করে নুসরত লিখলেন, ‘আই…’!

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস (TMC)। রাজনীতির মঞ্চেও সেভাবে দেখা যাচ্ছে না বসিরহাটের বিদায়ী সাংসদকে। লোকসভার টিকিট না পাওয়া নিয়েও এখনও অবধি কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। দলের হয়ে প্রচারেও দেখা যায়নি নুসরতকে। এবার সেই নুসরতই সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি শেয়ার করে শোরগোল ফেলে দিলেন!

খাতায় কলমে এখনও বসিরহাটের সাংসদ (Basirhat MP) নুসরত। শোনা যায়, সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের বাহুবলেই এই কেন্দ্রে জিতেছিলেন তিনি। নির্বাচনের সময় এলাকা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকতো শাহজাহানের ওপর। বহিষ্কৃত এই তৃণমূল (Trinamool Congress) নেতাকে কেন্দ্র করে যখন সন্দেশখালিতে বিক্ষোভের আগুন জ্বলছে, তখন একবারও সেখানে দেখা যায়নি নুসরতকে। সাংসদ হলেও সন্দেশখালিতে পা রাখেননি তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

এই নিয়ে একটা সময় তুমুল চর্চা হয়েছিল। বসিরহাট থেকে ফের নুসরতকে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। গত মার্চ মাসে ব্রিগেডের জনগর্জন সভা থেকেই মিলেছিল সেই উত্তর। নুসরতের পরিবর্তনে বসিরহাটের ‘ঘরের ছেলে’ হাজি নুরুল ইসলামকে দাঁড় করায় জোড়াফুল শিবির।

আরও পড়ুনঃ ভোট দিতে গিয়ে আক্রান্ত! শীতলকুচিতে পাথর মেরে যুবকের চোখ ফাটিয়ে দিল তৃণমূল

এখনও অবধি এই বিষয়ে মুখ খোলেননি বিদায়ী সাংসদ নুসরত। তবে এবার নীল বিকিনি সুপারহট অবতারে হাজির হয়ে নজর কাড়লেন তিনি। স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন টলি অভিনেত্রী। সেই ছবি সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে নুসরত লেখেন, ‘সমুদ্রসৈকতের ঢেউখেলানো চুল না হলেও আই ডোন্ট কেয়ার…যদিও গায়ে অনেক ট্যান পড়েছে’। ভোটের মুখে নুসরতের এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।

nusrat jahan summoned by ed on flat scamming case

এদিকে সন্দেশখালির উত্তপ্ত হয়ে ওঠার পরেও সেখানে কেন যাননি, এই প্রশ্ন করায় কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননু নুসরত। উল্টে ভুল ধারা বলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ অবধি বলেছিলেন, ‘সন্দেশখালির মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল নুসরতের। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সেখানে যাওয়া উচিত ছিল’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর